রবিবার ● ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আসছে সাংবাদিক ড্রোন
আসছে সাংবাদিক ড্রোন
এবার সাংবাদিকতায় ড্রোন ব্যবহারের কার্যকারিতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক টাইমস, এনবিসিসহ বেশ কিছু সংবাদমাধ্যম।
১০টি সংবাদমাধ্যমের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ ইতোমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে। আর এই প্রকল্পের কারিগরি দিক তদারকি করছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটি।
মূলত যেসকল স্থানে সংবাদ কর্মীরা গিয়ে তথ্য সংগ্রহ করতে সমর্থ হন না, সেসকল স্থানে পাঠানো হবে ড্রোন। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় সবচেয়ে বেশি কাজে লাগবে এই বিশেষ ধরণের ‘আনম্যানড এয়ারক্রাফ্ট সিস্টেম’ (ইউএএস)।
এই গ্রুপে থাকা অন্যান্য সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে গেটি ইমেজেস, ইডব্লিউ স্ক্রিপস কোম্পানি, এএইচ বেলো, সিনক্লেয়ার ব্রডকাস্ট গ্রুপ, অ্যাডভান্স পাবলিকেসন্স, অ্যাসোসিয়েটেড প্রেস, গ্যানেট এবং ওয়াশিংটন পোস্ট।