রবিবার ● ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ
বাংলাদেশে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ
নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেটের জনপ্রিয় অ্যাপস ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের চিঠি পাঠিয়ে এই দুই মেসেজ ও ভয়েস সার্ভিস বন্ধের নির্দেশ দেয়। তবে প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারনে পুরো দেশের ভাইবার বন্ধ হতে হয়তো কিছুটা সময় লাগতে পারে।
বিটিআরসি সেক্রেটারি সরোয়ার আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েও জানানো হয়েছে ভাইবার ও ট্যাঙ্গো সার্ভিস আজ দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে। পরে সোমবার দুপুর ১২ টা পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়। বিভিন্ন টেলিকম অপারেটরের সাথে কথা বলে তা নিশ্চিত হয়েছে প্রিয়.কম। তবে এই আদেশ আরো বাড়ানো হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে ফ্রি মেসেঞ্জার ও ভয়েস-এর মাধ্যম হিসেবে ভাইবার ও ট্যাঙ্গো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। অনেকেই মনে করে থাকেন যে, বর্তমান সময়ের রাজনীতিবিদরাও ভাইবার ব্যবহার করছেন। এবং সরকার কোনও ভাবেই ভাইবার মনিটর করতে পারছে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভাইবার বন্ধ করার ঘোষণা দেশে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে।