বুধবার ● ১৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জ: ২৭ হাজার ডলার পুরষ্কার পেল বাংলাদেশ
ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জ: ২৭ হাজার ডলার পুরষ্কার পেল বাংলাদেশ
গত বছর ২২ অক্টোবর শুরু হওয়া ‘ফায়ারফক্স অ্যাপস চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা শেষে মঙ্গলবার বিজয়ীদের হাতে ২৭ হাজার ৫০০ ডলার তুলে দিয়েছে ফায়ারফক্স কর্তৃপক্ষ। রাজধানীর বারিধারায় অবস্থিত গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে প্রতিযোগিতার গালা অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরিতে ১০ জন এবং অন্যান্য উদ্ভাবনী অ্যাপস নির্মাণের জন্য আরও ৫ জনকে এই পুরষ্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় নিউজ অ্যান্ড মিডিয়া বিভাগে চয়েস অ্যাপ্লিকেশনের জন্য ফাহমিদ, সার্ভেসেস (সোশ্যাল,পাবলিক, গভর্নমেন্ট) বিভাগে বিডি ট্রাভেল অ্যাপ্লিকেশনের জন্য রবিন খান, এন্টারটেইনমেন্টে কিড জোন অ্যাপ দিয়ে পরাগ দাশ, গেমসে বাগমাস অ্যাপে বানিয়ে মো. জুনায়েদ হাসান এবং টুলস অ্যান্ড ইউটিলিটি বিভাগে মাই সালাদ নামের অ্যাপ বানিয়ে প্রথম হন মো: মফিজুল ইসলাম। পাঁচটি বিভাগের এই সেরারা প্রত্যেকে পান ৩ হাজার ডলার করে প্রাইজমানি।
এছাড়া প্রত্যেক বিভাগে রানার্সআপরা পান দেড় হাজার ডলার করে পুরস্কার। এছাড়া ইনোভেশন পুরস্কারে প্রতি বিভাগে পাঁচ জন পেয়েছেন এক হাজার ডলার করে। সবমিলিয়ে প্রতিযোগিতায় মোট ১৫ জনকে পুরস্কৃত করা হয়। এরমধ্যে সেরা অ্যাপ ডেভেলপার সানফ্রান্সিসকোতে মাজিলার সদর দপ্তর বেড়িয়ে আসার সুযোগ পাচ্ছেন।
জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স, টেলিকম অপারেটর গ্রামীণফোন এবং অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড যৌথভাবে অ্যাপ ডেভেলমেন্টের এ প্রতিযোগিতার আয়োজক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, ফায়ারফক্স গ্র্যান্ড মাস্টার জান জানবুম, মজিলা কমিউনিটির মাহে আলম খান, এমসিসির প্রধান নির্বাহী আশরাফ আবির, জিপির মার্কেটিং বিভাগের ফাহমিদ আজিজুল হক, গ্রামীণফোন লিমিটেডের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল প্রমুখ।