শুক্রবার ● ৯ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অনলাইনে আয়ের উপায় » যশোরে যাত্রা শুরু করলো টেকশেপার ডটকম
যশোরে যাত্রা শুরু করলো টেকশেপার ডটকম
ইন্টারনেটকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করতে ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে যাত্রা শুরু করলো ব্লগ নেটওয়ার্ক প্রতিষ্ঠান টেকশেপার ডটকম (TechShaper.com)। গত ১ জানুয়ারি স্থানীয় কয়েকজন তরুণ উদ্যোক্তা মিলে এই ব্লগ নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করে।
টেকশেপার ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল রনি বলেন, বেশ কয়েক বছর ধরে ব্লগিং নিয়ে কাজ করছি, তাই ব্লগিংসহ অনলাইনে কাজ করতে গেলে কি ধরণের প্রতিবন্ধকতা আসে তার অভিজ্ঞতা রয়েছে। তরুণ প্রজন্ম যাতে এই ধরণের কাজ শুরু করতে গেলে এসব প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, তার জন্যই এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করা হলো। প্রতিষ্ঠানের যাত্রা যশোর থেকে শুরু করলেও এর বিস্তার সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।
প্রাথমিকভাবে ব্লগ নেটওয়ার্কের বাইরে প্রফেশনাল ব্লগিং কোর্স, নিশ আইডিয়া, এসইও সেবা নিয়ে কাজ করবে টেকশেপার। পরবর্তীতে সব ধরণের আইটি সেবা দেওয়ার ইচ্ছে রয়েছে বলে জানান রাসেল রনি। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি থেকে সফলভাবে ব্লগ তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, বিষয়ভিত্তিক ওয়েবসাইট তৈরি করা ইত্যাদি নানা সেবা দেওয়া হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম ঘরে বসেই তাদের কর্মসংস্থানের সুযোগ করতে পারবে।