মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » বিশ্বের সবচেয়ে কমদামি ইন্টারনেট ফোন আনছে মাইক্রোসফট
বিশ্বের সবচেয়ে কমদামি ইন্টারনেট ফোন আনছে মাইক্রোসফট
মাইক্রোসফট গতকাল নকিয়ার সবচেয়ে কমদামি ইন্টারনেট ফোনের পরিচয় ঘটিয়েছে। মাত্র ২৯ ডলার মূল্যের নকিয়া ২১৫ মডেলের এই ফোনটি এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বেশ হিট হবে বলে আশা প্রকাশ করেছে মাইক্রোসফট।
এ ফোনে থাকবে অপেরা মিনি ব্রাউজার এবং বিল্ট ইন ফেসবুক ম্যাসেঞ্জার। এ ছাড়া টুইটারসহ অন্যান্য অ্যাপ রয়েছে। তবে এর স্পেসিফিকেশন সাধারণ। ডিসপ্লে ৩২০x২৪০ পিক্সেল, ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল, আছে রেডিও ও টর্চ। ফোনের দেহটি বেশ শক্তপোক্ত। এর শক্তিশালী ব্যাটারি ২৯ দিন স্ট্যান্ডবাই থাকবে।
এর সফটওয়্যার বেশ সূক্ষ্ম কাজ করতে পারে। এটি ৩জি সংযোগে কাজ করতে পারে।
সূত্র : ইনডিপেনডেন্ট