![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
মঙ্গলবার ● ৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৫০ হাজার মেগাপিক্সেলের ক্যামেরা!
৫০ হাজার মেগাপিক্সেলের ক্যামেরা!
আমরা সাধারণত কত মেগাপিক্সেল ক্যামেরা দেখে থাকি? ১,২,৩ অথবা ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অথবা ১৩, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। কিংবা তার থেকেও আর একটু বেশি। কিন্তু তাই বলে ৫০ হাজার মেগাপিক্সেল! আশ্চার্যের হলেও এটাই সত্যি। বিবিসি সূত্রে জানা গেছে, এমনই এক ক্যামেরা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ইঞ্জিনিয়ার ডেভিড ব্রেডি এবং প্র্যান্ট স্কুল অব ইঞ্জিনিয়রিং-এর প্রফেসর মাইকেল ফিটজপ্যাট্রিক। আর এই ক্যামেরা তৈরি করতে সহায়তা করেছে ইউনিভার্সিটি অব ক্যারোলাইনা এবং ইউনিভার্সিটি অব অ্যারিজোনার বিজ্ঞানীরা।
জানা গেছে, ৫০ গিগাপিক্সেল বা ৫০,০০০ মেগাপিক্সেলের এই ক্যামেরাটিতে রয়েছে ৯৮টি ছোট ছোট ক্যামেরা। নির্মাতারা প্রোটোটাইপ এই ক্যামেরাটির নাম দিয়েছেন ‘অ্যাওয়ার টু’। তাদের দাবি এই ক্যামেরার মাধ্যমে সমস্ত রকমের ছবি নিখুঁতভাবে তোলা যাবে। এমনকি ফটোগ্রাফারের চোখ এড়িয়ে যাওয়া অনেক জিনিসও স্পস্ট ফুটে উঠবে ক্যামেরাটির তোলা ছবিতে। তবে এই ক্যামেরাটিকে এখনই বাজারে আনা হবে না বলে নির্মাতাদের তরফে জানান হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, গিগাপিক্সেল ক্যামেরাটি এখনই বাজারে আনা না হলেও আগামী পাঁচ বছরের মধ্যে তা আনা হতে পারে।