![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
রবিবার ● ৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কোড ওয়ারিওর চ্যালেঞ্জের এমসিকিউ অনুষ্ঠিত
কোড ওয়ারিওর চ্যালেঞ্জের এমসিকিউ অনুষ্ঠিত
দেশের সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’ এর এমসিকিউ পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর মাইডাস ফিন্যান্স লিমিটেডে আয়োজিত এই প্রতিযোগিতায় ১২৩টি দল অংশগ্রহণ করে এবং দ্বিতীয় পর্বে প্রতিযোগিতা করার জন্য ৬০টি দল নির্বাচিত হয়।
এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ৭১টি বিশ্ববিদ্যালয় ও ৫২টি কোম্পানি অংশগ্রহণ করে। আগামী ৯ ও ২৩ জানুয়ারি প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব (গ্রুমিং সেশন) অনুষ্ঠিত হবে। এরপর ৩০ ও ৩১ জানুয়ারি টানা ৩৬ ঘন্টার বুট-ক্যাম্প সেশনের মাধ্যমে এবারের বিজয়ী ও বিজেতা দল নির্বাচন করা হবে। এরপর ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ড নাইটে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও বিজেতা দলকে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর অংশ হিসেবে কোড ওয়ারিওর চ্যালেঞ্জ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এই প্রতিযোগিতার আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বেসিস স্টুডেন্টস ফোরাম এবং বেসিস উইমেনস ফোরাম।
বিস্তারিত জানতে http://codewarrior.bitm.org.bd