রবিবার ● ৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » নতুন পণ্য » একেবারে সস্তায় এইচপির নতুন ল্যাপটপ
একেবারে সস্তায় এইচপির নতুন ল্যাপটপ
ভালো মানের একটি উইন্ডোজ ল্যাপটপের পেছনে ৫০০ ডলারের বাজেট সাধারণভাবেই ধরে নেওয়া হয়। কিন্তু এইচপি এর নতুন একটি ল্যাপটপের মূল্য সত্যিই ধারণার চেয়েও সস্তা এবং তা আসলেই ভালো ল্যাপটপের দলেই পড়ে।
উইন্ডোজ ৮ অপরেটিং সিস্টেমের এই নিউ স্ট্রিম ল্যাপটপটির দাম অন্যগুলো অর্ধেকেরও কম, মাত্র ১৯৯ ডলার থেকে শুরু।
বিগত সাত বছর ধরে ল্যাপটপ প্রস্তুতকারীরা গুগলের সঙ্গে কাজ করছে নতুন ধরনের একটি ল্যাপটপ প্রস্তুত করা জন্যে, নাম যার ক্রোমবুক। উইন্ডোজ এবং ম্যাকের মতো ক্রোমবুকটি অফ লাইনে কাজ করার ক্ষেত্রে খুব কার্যকর নয়। এটি চালাতে মূলত ইন্টারনেট সংযোগ লাগে। কিন্তু এগুলো দারুণ কম দামে পাওয়া যায়। এর দাম ২০০ ডলার থেকে ৩৮০ ডলার। তাই এই দামের সঙ্গে পাল্লা দিতে মাইক্রোসফট এগিয়ে আসছে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে।
এখন কথা হলো, মাত্র ২০০ ডলারের একটি ল্যাপটপ কি মনের মতো কাজ দিতে পারবে? এর জবাব দিতেই এইচপি এ ধরনের অল্প কিছু ল্যাপটপ বাজারে এনেছে। ১১ ইঞ্চি পর্দার ল্যাপটপটির দাম ১৯৯ ডলার, ১৩.৩ ইঞ্চি পর্দার আরেকটির দাম ২২৯ ডলার। আরেকটি আছে ১৪ ইঞ্চি পর্দার যার দাম মাত্র ২৯৯ ডলার। উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমসহ ইন্টেল সেলেরন প্রসেসর, ২ জিবি র্যাম, ১৩৬৬x৭৬৮ রেজ্যুলেশনের পর্দা রয়েছে এতে। মাইক্রোসফট অফিস ৩৬৫ ফ্রিতে মিলবে।
এইচপি স্ট্রিম দেখতে খুব জাঁকজমকপূর্ণ নয়। কিন্তু এটি দারুণ হালকা। এর প্লাস্টিক দেহ এবং টু-টোনড নীল কিবোর্ডে এটিকে অনেকটা খেলনার মতো দেখা যায়। কিন্তু দেহ এবং কিবোর্ড অদ্ভুতরকমের শক্তিশালী।
এর পর্দায় লেখাগুলো পড়তে অনেকে কাছে একটু অসুবিধা মনে হতে পারে। গান শোনা এবং ভিডিও দেখার সময় ভালো ল্যাপটপের সঙ্গি তুলনা করতে যাওয়াটা ভুল হবে।
ছোটখাটো অভিযোগ ছাড়া ব্যাটারিসহ অন্যান্য ক্ষেত্রে এর কাজ প্রশংসাযোগ্য। আপনি যদি কাজ করার জন্য একটি কমমূল্যে ল্যাপটপ খুঁজে থাকেন, তবে বলা যায়, এইচপি স্ট্রিম নিঃসন্দেহে সন্তুষ্টি দেবে আপনাকে।