![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
রবিবার ● ৪ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুক তার ভক্তদের কাছে পরামর্শ চেয়েছে
ফেসবুক তার ভক্তদের কাছে পরামর্শ চেয়েছে
২০১৫ সালে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, পরিচালনার জন্য পরামর্শ দিতে ভক্তদের অনুরোধ জানিয়েছে। নতুন বছরে ব্যবহারকারীরা কি চাইছে সেই খেয়াল থেকেই এই উদ্যোগ।
ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, প্রতি বছর আমার দৃষ্টিকোণ প্রসারিত করতে একটি চ্যালেঞ্জ নেই এবং ফেসবুকের বাহিরে দুনিয়া সম্পর্কে কিছু শিখতে চাই। তিনি আরও বলেন, তিনি তার কমিউনিটি থেকে আইডিয়া নিতে পছন্দ করেন।
এ পর্যন্ত ৫৫০০০ হাজারেরও বেশি আইডিয়া পোস্ট করা হয়েছে। জনপ্রিয় পরামর্শের মধ্যে রয়েছে অনাকাঙ্ক্ষিত গেম রিকোয়েস্ট, ‘লাইক’ বাটনের পাশাপাশি ‘আনলাইক’ বাটন এবং দুঃসংবাদের জন্য ‘সরি’ বাটন। কেননা কারো দুঃখের কোন স্ট্যাটাসে ‘লাইক’ দেয়াটা বেমানান।
এখন ব্যবহারকারীরা তাকিয়ে আছে ২০১৫ সালে অফিসিয়ালি ফেসবুক পেজে কি কি পরিবর্তন আসছে তা দেখার জন্য।