সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৬, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » বন্ধু গ্যারাজ সদস্যদের জন্য গ্রামীণফোনের বিশেষ আয়োজন
প্রথম পাতা » আইসিটি বিনোদন » বন্ধু গ্যারাজ সদস্যদের জন্য গ্রামীণফোনের বিশেষ আয়োজন
৭০৮ বার পঠিত
সোমবার ● ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্ধু গ্যারাজ সদস্যদের জন্য গ্রামীণফোনের বিশেষ আয়োজন

gp_bg-carnival.jpg

সম্প্রতি রাজধানীর বনানী বিদ্যানিকেতন প্রাঙ্গনে গ্রামীণফোন তার বন্ধু গ্যারাজ সদস্যদের জন্য আয়োজন করে একটি বিশেষ বর্ষপূর্তি কার্নিভাল। দিনব্যাপী এই কার্নিভালে আকর্ষণীয় সব কর্মকান্ডের পাশাপাশি ছিলো জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশনা।

আয়োজনটি শুধুমাত্র আনন্দদায়কই নয়, শিক্ষণীয়ও ছিলো। গ্রামীণফোনের বন্ধু গ্যারেজ সদস্যরা অনুষ্ঠানের সহযোগীদের কাছ থেকে সাইকেল চালনা, চিত্রশিল্প এবং ভ্রমনের বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। আর গেমিং প্রিয়দের কাছে জনপ্রিয় ছিলো গেমিং জোন। প্রতি ঘন্টার আয়োজন হিসেবে ছিলো খাবার প্রতিযোগিতা, চিত্রশিল্পের উপর কুইজ এবং নানা ধরনের রোমাঞ্চকর খেলাধুলা। দিনব্যাপী আয়োজনের শেষভাগে ছিলো সন্ধি ও সভ্যতা, রাফা অ্যান্ড ফ্রেন্ডস, শূণ্য এবং নেমেসিস এর সঙ্গীত পরিবেশনা।

এদিকে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমায় বন্ধু গ্যারাজ সদস্যদের জন্য গ্রামীণফোন আয়োজন করেছিলো একটি বিশেষ প্রিমিয়ার শো এর। এই উদ্যোগের আওতায় চলচ্চিত্রটি প্রদর্শনীর প্রথম দুইদিন (২৬ এবং ২৭ ডসিম্বের) কমিকপ্রেমি এবং কসপ্লে কমিউনিটির মিডল আর্থ কার্নিভাল উপভোগের পাশাপাশি শুধুমাত্র গ্রামীণফোন বন্ধু গ্যারেজের সদস্যরা চলচ্চিত্রটি উপভোগের সুযোগ পেয়েছিলেন।

বন্ধু গ্যারাজ তরুণদের জন্য গ্রামীনফোনের একটি বিশেষ প্লাটফর্ম যেখানে তরুণদের আগ্রহ এবং প্রয়োজনের দিকে খেয়াল রেখে বিভিন্ন আকর্ষণীয় উদ্যোগ নেয়া হয়। গত অগাস্ট মাসে শুরু হয়ে বন্ধু গ্যারাজ ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কনসার্টের আয়োজন করেছে।

ফেসবুক- এ নির্ধারিত পেজ এবং গ্রুপ এ অভিনব প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত বন্ধু গ্যারাজ সদস্যদের নিয়ে আয়োজন করা হয় রক ফেস্ট, সুন্দরবন ভ্রমণ, ফটোশুট উইথ সেলেব্রিটি, মিশন কেওকারাডং, সাইক্লিং, ভৌতিক স্থান ভ্রমণ, ফ্লাইং বোটসহ দারুণ রোমাঞ্চকর সব ট্যুর। পাশাপাশি রয়েছে ফুড-কোর্ট এবং ফ্যাশান হাউসগুলোতে স্পেশাল ডিসকাউন্ট।



আর্কাইভ

মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি