বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চলছে কোড ওয়ারিওর চ্যালেঞ্জের নিবন্ধন,২৮ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন ।
চলছে কোড ওয়ারিওর চ্যালেঞ্জের নিবন্ধন,২৮ ডিসেম্বর নিবন্ধনের শেষ দিন ।
টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এই প্রতিযোগিতার আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বেসিস স্টুডেন্টস ফোরাম এবং বেসিস উইমেনস ফোরাম।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের অবশ্যই আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।
কোড ওয়ারিওর চ্যালেঞ্জের আহ্বায়ক ও বিআইটিএমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহ ইমরাউল কায়ীশ বলেন, গতবারের মতো এবার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভাগের প্রতিযোগিতা হবে। ২টি বিভাগেই কোম্পানি ও বিশ্ববিদ্যালয় এই ২টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্লাটফর্ম হিসেবে থাকছে পিএইচপি, ডট নেট ও জাভা। এ ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে থাকছে অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম।