বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ভবিষ্যত প্রযুক্তির খোঁজে হয়ে গেল ডেলের ‘সলিউশন ট্যুর’
ভবিষ্যত প্রযুক্তির খোঁজে হয়ে গেল ডেলের ‘সলিউশন ট্যুর’
গ্রাহকদের জন্য সহজবোধ্য ভবিষ্যৎ প্রযুক্তির সমস্যা ও আইডিয়ার খোঁজে বিশ্বব্যাপী কর্মসূচিতে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ডেল সলিউশন ট্যুর। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী এই ট্যুরের উদ্বোধন করা হয়। ডেলের সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটের জেনারেল ম্যানেজার শাহজাদ আহমেদ খানসহ এ ট্যুরে ডেল, মাইক্রোসফট ও ইন্টেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে ডেলের পার্টনাররাও এতে অংশ নেন।
দিনব্যাপী এ ট্যুরে সেমিনার, ওয়াকশর্প, প্রোডাক্ট লঞ্চিং, প্রদর্শনীসহ বিভিন্ন সেশান হয়েছে। অনুষ্ঠানে শাহজাদ আহমেদ খান বলেন, গ্রাহকের সাধ্যের মধ্যে কমদামে সহজবোধ্য প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে গত ৩০ বছর ধরে কাজ করছে ডেল। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি শক্তিকে ছড়িয়ে দিতেই ডেল এ সহজলভ্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন, ডেল প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন, উন্নয়নশীল দেশের বাজার সম্পর্কে গবেষণা, পিসি, ট্যাবলেট এবং ভাচ্যুয়াল কম্পিউটিং সার্ভিসসহ বৈশ্বিক নানা উন্নয়নে কাজ করছে।
এছাড়া পণ্য তৈরিতে অংশীদারিত্বের মাধ্যমে সফলতা অর্জনে বিশ্বাস করে ডেল। তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে সাইবার সিকিউরিটি প্রযুক্তি খাতে বড় ইস্যু হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই অ্যাপলের আই ক্লাউডসহ বিভিন্ন সাইবার আক্রমণ নিরাপত্তাহীনতার ভয়াবহতা প্রমাণ করে। ডেল ভবিষ্যতের দিকে খেয়াল রেখেই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে ডেল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানাজার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, যাত্রার শুরুর পর থেকেই দেশে নতুন প্রযুক্তি নিয়ে আসতে কাজ কর আসছে ডেল। দেশের প্রযুক্তির বিকাশে এবং মানুষের হাতে সহজলভ্য প্রযুক্তি পণ্য পৌঁছে দিতেও আমরা ভূমিকা রেখেছি।
যুগের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতেও দেশে নতুন উদ্ভাবন নিয়ে আসার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ডেলের অংশীদার মাইক্রোসফটের পার্টনার সেলস এক্সিকিউটিভ রোমেসা হোসাইন এবং ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর বক্তব্য বাখেন।