সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ১১, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ভবিষ্যত প্রযুক্তির খোঁজে হয়ে গেল ডেলের ‘সলিউশন ট্যুর’
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ভবিষ্যত প্রযুক্তির খোঁজে হয়ে গেল ডেলের ‘সলিউশন ট্যুর’
৬৭৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবিষ্যত প্রযুক্তির খোঁজে হয়ে গেল ডেলের ‘সলিউশন ট্যুর’

 2.JPG

গ্রাহকদের জন্য সহজবোধ্য ভবিষ্যৎ প্রযুক্তির সমস্যা ও আইডিয়ার খোঁজে বিশ্বব্যাপী কর্মসূচিতে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ডেল সলিউশন ট্যুর। বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী এই ট্যুরের উদ্বোধন করা হয়। ডেলের সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটের জেনারেল ম্যানেজার শাহজাদ আহমেদ খানসহ এ ট্যুরে ডেল, মাইক্রোসফট ও ইন্টেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশে ডেলের পার্টনাররাও এতে অংশ নেন।

দিনব্যাপী এ ট্যুরে সেমিনার, ওয়াকশর্প, প্রোডাক্ট লঞ্চিং, প্রদর্শনীসহ বিভিন্ন সেশান হয়েছে। অনুষ্ঠানে শাহজাদ আহমেদ খান বলেন, গ্রাহকের সাধ্যের মধ্যে কমদামে সহজবোধ্য প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে গত ৩০ বছর ধরে কাজ করছে ডেল। যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি শক্তিকে ছড়িয়ে দিতেই ডেল এ সহজলভ্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন, ডেল প্রযুক্তি গবেষণা ও উন্নয়ন, উন্নয়নশীল দেশের বাজার সম্পর্কে গবেষণা, পিসি, ট্যাবলেট এবং ভাচ্যুয়াল কম্পিউটিং সার্ভিসসহ বৈশ্বিক নানা উন্নয়নে কাজ করছে।
এছাড়া পণ্য তৈরিতে অংশীদারিত্বের মাধ্যমে সফলতা অর্জনে বিশ্বাস করে ডেল। তিনি আরও বলেন, ২০২৫ সালের মধ্যে সাইবার সিকিউরিটি প্রযুক্তি খাতে বড় ইস্যু হয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই অ্যাপলের আই ক্লাউডসহ বিভিন্ন সাইবার আক্রমণ নিরাপত্তাহীনতার ভয়াবহতা প্রমাণ করে। ডেল ভবিষ্যতের দিকে খেয়াল রেখেই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে। অনুষ্ঠানে ডেল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানাজার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, যাত্রার শুরুর পর থেকেই দেশে নতুন প্রযুক্তি নিয়ে আসতে কাজ কর আসছে ডেল। দেশের প্রযুক্তির বিকাশে এবং মানুষের হাতে সহজলভ্য প্রযুক্তি পণ্য পৌঁছে দিতেও আমরা ভূমিকা রেখেছি।

যুগের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতেও দেশে নতুন উদ্ভাবন নিয়ে আসার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ডেলের অংশীদার মাইক্রোসফটের পার্টনার সেলস এক্সিকিউটিভ রোমেসা হোসাইন এবং ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর বক্তব্য বাখেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দারাজ নিয়ে এলো মেগা ঈদ সেল ক্যাম্পেইন
বাজারে লেনোভো’র নতুন ল্যাপটপ আইডিয়া প্যাড স্লিম ৩আই
নারী দিবস উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত
জাইসের ক্যামেরায় প্রো-লেভেল ফটোগ্রাফি নিয়ে এলো ভিভো ভি৫০ ফাইভ জি
ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো অনার বাংলাদেশ
আবারও বাজারে আসছে নকিয়া ৩২১০ ফোন
জাগো ফাউন্ডেশন এবং টিকটকের উদ্যোগে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন
রমজান উপলক্ষে মাস্টারকার্ড দিচ্ছে বিশেষ ছাড়
হুয়াওয়ের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বাজারে রিভো’র দুটি ইলেকট্রিক বাইক