বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিস্ফোরিত হল এলজি জি৩!
বিস্ফোরিত হল এলজি জি৩!
রেডিটে এক ব্যবহারকারী জানিয়েছেন, হঠাৎ করেই বিস্ফোরিত হয়েছে তাঁর এলজি জি৩ স্মার্টফোন। বিস্ফোরণের পর ফোনটিতে আগুন ধরে যায়।
ওই ব্যবহারকারী জানান, তাঁর স্মার্টফোনটি বিছানার উপর রাখা ছিল। হঠাৎ করেই তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং দেখেন যে তাঁর স্মার্টফোনটিই বিস্ফোরিত হয়েছে।
তিনি আরও জানান, মূলত ব্যাটারি থেকেই আগুনের ফুলকি বের হচ্ছিল। তিনি আগুন নেভানোর চেষ্টা করেও প্রথমে ব্যর্থ হয়েছেন বলেও জানান। আগুনে বিছানার ম্যাট্রেস পুড়ে যায় এবং আগুন নেভাতে ব্যর্থ হয়ে তাঁরা ম্যাট্রেসটিকেই বাসার বাইরে ছুঁড়ে ফেলেন।
ওই ব্যবহারকারী নিশ্চিত করেছেন যে ফোনটিতে আসল ব্যাটারি এবং চার্জার ব্যবহার করা হচ্ছিল এবং এটি বালিশের নিচেও চাপা দেওয়া ছিল না। আর তাই বিস্ফোরণের কারণ নিয়েও সন্দিহান তিনি।
তবে তিনি কিছু ছবি আপলোড করেছেন যেখানে দেখা গিয়েছে, ফোনের সাথে চার্জার ক্যাবল সংযুক্ত রয়েছে। আর তাই ধারণা করা হচ্ছে, চার্জ দেওয়া অবস্থাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এই ব্যাপারে এলজি’র পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।