সোমবার ● ২২ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০১৪ শুরু
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০১৪ শুরু
তানিম,কন্টেন্ট কাউন্সিলরঃ
শুরু হলো ১৭তম কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ও রবি আজিয়াটা লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি আয়োজন করা হয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটির আশুলিয়ায় ক্যাম্পাসে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্মেলন উপলক্ষে ভারতের এমিটি ইউনিভার্সিটি ও কলিঙ্গ ইন্সটিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিসহ ২৮টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৬৭ টি গবেষণাপত্র জমা দেয়া হয়।
আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, বাংলাদেশ, ফিজি, চীন, মালয়েশিয়া এবং শ্রীলংকার প্রায় শতাধিক নিরীক্ষক এ সকল গবেষণাপত্র যাচাইবাছাই করেন। জানা গেছে, সম্মেলনে মৌখিক উপস্থাপনার জন্য ১০০ টি গবেষণাপত্র বাছাই করা হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ গবেষণাপত্র বাংলাদেশের। এখানে চারটি মূল প্রবন্ধ ও ৫টি কৌশলপত্র উপস্থাপন করা হবে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে আরও থাকছে গেইম ক্যাম্প, কম্পিটেটিভ লার্নিং সেশন, মোবাইল অ্যাপস ফোরাম এবং কর্মশালার। উদ্বোধনের পর বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের নিয়ে ‘বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভবিষ্যৎ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।