শনিবার ● ২০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » ফোন পাশে নিয়ে ঘুমানো বিপদজনক !! জেনে নিন মুক্তির উপায়
ফোন পাশে নিয়ে ঘুমানো বিপদজনক !! জেনে নিন মুক্তির উপায়
নিজের মোবাইল ফোনটি পাশে নিয়ে ঘুমানোর বদভ্যাসটি কম বেশী আমাদের সবারই আছে। এই অভ্যাস যদি থাকে তবে আজই বন্ধ করতে হবে। কারণ ফোনের স্ক্রিনের নীলরশ্মি ঘুমের মারাত্মক ক্ষতি করে।
গবেষকদের মতে সেলফোনের রেডিয়েশনের দরুন ঘুমের ব্যাঘাত ঘটে তাই ঘুমানোর সময় নিজের ফোনটি দূরে রাখাই ভালো। এছাড়া অনেকে ফোন চার্জে দিয়ে বিছানার পাশে রেখেই ঘুমিয়ে পড়ে যা অনেক বেশী বিপদজনক কেননা অনেক সময় ফোন অতিরিক্ত চার্জের ফলে গরম হয়ে আগুন ধরতে পারে কিংবা বিস্ফোরণ ঘটতে পারে।
প্রতিদিনের কিছু প্রচলিত অভ্যাসের দরুন আমাদের ফোন পাশে নিয়ে ঘুমানোর যে বদভ্যাস তৈরি হয়েছে তা এবং এর থেকে মুক্তির উপায় নিচে দেয়া হল:
১) অ্যালার্ম হিসাবে ফোন ব্যবহার করা
সেল ফোন ব্যবহারকারীদের মধ্যে খুব অল্প মানুষই খুঁজে পাওয়া যাবে যারা অ্যালার্মের জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন। কেননা মোবাইলেই অ্যালার্ম সেট করার সুবিধা থাকার দরুন আজকাল সবাই মোবাইলে অ্যালার্ম দিয়ে বিছানার পাশে মোবাইল রেখে দেয় ফলে দেখা যায় একটু পর পর মোবাইল ঘাটাঘাটি করে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছেন। সকালে ঘুম থেকে ওঠার জন্য যদি আপনি আপনার ফোনটিই ব্যবহার করতে চান তবে এই ক্ষেত্রে একটা সহজ উপায় হল আপনার ফোনটিকে বিছানা থেকে দূরে ওয়ারড্রব, ডেস্ক কিংবা টেবিলের উপরে রাখুন। এর একটা বাড়টি সুবিধা হল সকালে অ্যালার্ম বাজলে আপনি ঘুম থেকে উঠতে ব্যাধ হবেন অ্যালার্ম স্নায়ু কিংবা বন্ধ করে আবার ঘুমিয়ে পরার পরিবর্তে।
২) গুরুত্ব পূর্ণ কল ধরা ও ম্যাসেজ পড়ার সুবিধার্থে
অনেকেই আছেন যাদের হয়তো সব সময়ই গুরুত্বপূর্ণ কল ধরতে হয় তাই তারা নিজের ফোনটি পাশে রাখতেই পছন্দ করেন। কিন্তু নিরাপদ একটা দূরত্বে ফোন রেখেও দরকারি কোলগুলো ধরা সম্ভব। এক্ষেত্রে ‘Do Not Disturb’ মুডটি খুব কার্যকরী কেননা এর সাহায্যে আপনি ইমেইল ও অন্যান্য নোটিফিকেশনের অ্যালার্ট বন্ধ করে দরকারি নাম্বারগুলো থেকে কল আসার অপশন চালু করতে পারবেন। এই ফিচারটি কম বেশী সব অ্যানড্রয়েড এবং উইন্ডোজ ফোনে রয়েছে।
৩) ঘুমানোর সময় গান শোনার অভ্যাস
অনেকেই আছেন যাদের ঘুমানোর সময় গান শোনার অভ্যাস রয়েছে। ফলে দেখা যায় গান ছেড়ে হেডফোন কানে দিয়ে মোবাইল পাশেই রেখে দেয়। এই সমস্যার সমাধানের একটা উপায় হল ব্লুটুথ হেড ফোন। এই হেডফোনের সুবিধা হল এটি ১০ মিটার দূরত্ব থেকে কাজ করে ফলে হেডফোন কানে দিয়ে ফোন দূরে রাখলেও গান শোনা যাবে।
৪) ঘুমানোর আগে ফেসবুক, ইমেইল চেক করা কিংবা গেমস খেলতে খেলতে মনের অজান্তেই ঘুমিয়ে পরা
ঘুমানোর সময় ফোন নিয়ে ঘুমাতে যাওয়ার বদভ্যাস ত্যাগের একটা সহজ উপায় হল নিজেকে বুঝানো যে রাত জেগে গেমস খেলা কিংবা ফেসবুকিং করা ঘুমের ব্যাঘাত ঘটানোর পাশাপাশি মানসিক স্ট্রেস বাড়ায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিজেকে বুঝানোর পরে আপনার সেলফোনটি নিজের বিছানা থেকে যথাসম্ভব দুরে কোথাও রাখুন। বাজারে সেল ফোন রাখার অনেক স্ট্যান্ড পাওয়া যায় এইরকম একটা স্ট্যান্ড কিনে নিলে ভালো হয়। এছাড়া নিজেই একটা রুটিন তৈরি করুন যে রাতে একটা নিদিষ্ট সময় পর্যন্ত মোবাইল ব্যবহার করবেন এই সময়ের পরে আর ফোন ধরবেন না সকাল পর্যন্ত। এই রুটিনটি প্রতিদিন মেনে চললে আপনি স্বাভাবিক ভাবেই ফোন পাসে নিয়ে ঘুমানোর প্রয়োজন বোধ করবেন না। এছাড়া ক্যান্ডি ক্রাশ কিংবা অন্যান্য গেমস খেলার চাইতে বই পড়ার অভ্যাস করুন এতে ঘুম যেমন তাড়াতাড়ি আসবে তেমনি মস্তিষ্কের উপর চাপও কম পড়বে।