সোমবার ● ২৩ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিজিটাল পাঠ্যবই আনছে অ্যাপল
ডিজিটাল পাঠ্যবই আনছে অ্যাপল
১৯ জানুয়ারি আইপ্যাড, আইফোন এবং আইপড টাচ’এর জন্য একটি আই-টিউন্স ইউ অ্যাপ্লিকেশনের কথা ঘোষণা করেছে অ্যাপল , যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নতুন পাঠ্যক্রম সৃষ্টি করতে পারবেন৷ শুধু অক্সফোর্ড, কেম্ব্রিজ, হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নয়, অ্যাপ’এর মাধ্যমে বিশ্বের যে কোনো কোণার ছাত্ররাই নাকি এর ফলে উপকৃত হবে৷
‘‘শিক্ষা তো অ্যাপল’এর মজ্জাগত,” সংস্থাটির সিনিয়র মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট ফিলিপ স্কিলার বলেছেন-‘‘আইপ্যাডের জন্য আই-বুকস টু দিয়ে ছাত্র-ছাত্রীরা আরো গতিশীল, চিত্তাকর্ষক এবং প্রকৃত ইন্টারএ্যাকটিভ পদ্ধতিতে পড়তে ও শিখতে পারবে৷” স্কিলার বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য বহু দেশের বিদ্যালয়ে আইপ্যাডের ব্যবহার বেড়ে চলেছে৷ শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫ লক্ষ আইপ্যাড ব্যবহার করা হচ্ছে৷
তাদের মতে ইলেকট্রনিক টেক্সট-বই’এর বিশেষত্ব হল ‘‘দ্রুত, তরল নেভিগেশন; সহজেই দাগানো অথবা নোট নেওয়া; সহজ সন্ধান এবং সংজ্ঞা; সেই সঙ্গে পাঠের পর্যালোচনা ও পাঠ্য বিষয়ের ইনডেক্স কার্ড রাখা”৷
উচ্চ মাধ্যমিকের ডিজিটাল টেক্সট বই প্রকাশের জন্য হাওটন মিফলিন হারকোর্ট, ম্যাকগ্র-হিল এবং পিয়ারসন ইত্যাদি প্রকাশনা সংস্থার সঙ্গে সহযোগিতার কথা ঘোষণা করে অ্যাপল৷ অ্যাপল’এর আই-বুকস্টোরে এ’সব বই’এর দাম হবে ছাপানো পাঠ্যবই’এর চেয়ে অনেক কম৷ অ্যাপল সেই সঙ্গে আই-বুকস অথর বা আই-বুকস লেখক নামের একটি নিখর্চার টুল রাখছে, যার মাধ্যমে ম্যাকিনটশ কম্পিউটার ব্যবহারকারীরা তাদের নিজেদের আই-বুকস টেক্সটবুক সৃষ্টি করে এ্যাপলএর আই-বুকস্টোরে সেগুলো প্রকাশ করতে পারবেন৷
অ্যামাজোন এবং অন্যান্য সংস্থারাও ডিজিটাল টেক্সটবই’এর বাজার ঢুকতে আগ্রহী৷ এবার আরো বেশি নতুন কোম্পানি নতুন পণ্য নিয়ে পাঠ্য বই’এর বাজার আসবে৷ বর্তমানে যুক্তরাষ্ট্রের সুবিশাল পাঠ্য বই’এর বাজারের মাত্র ২.৮ শতাংশ হল ইলেকট্রনিক পাঠ্য বই৷