শনিবার ● ২০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আপনার অজান্তেই ছবি এডিট করছে ফেসবুক
আপনার অজান্তেই ছবি এডিট করছে ফেসবুক
আপনি কি জানেন, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক আপনার ছবিকে অজান্তেই ‘এডিট’ করছে? ফেসবুকের এক নয়া ফিচারে এমনটাই হয়ে চলেছে প্রতিনিয়ত, আপনার অজান্তে।
ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রামে ছবি এডিট করে ‘আপলোড’ করার সোশ্যাল ‘অ্যাপ’। আর এই ইন্সটাগ্রামের প্রযুক্তি ব্যবহার করেই প্রতিটি ছবিকে হাল্কা ‘রিটাচ’ করছে ফেসবুক, ব্যবহারকারীর কোনো নির্দেশ ছাড়াই। আপনি কোনো ছবি যখনই ফেসবুকে আপলোড করছেন, তখন ওই ছবিকে আরও আকর্ষণীয় করতে তার উজ্জলতা, ‘কনট্রাস্ট’ বাড়িয়ে-কমিয়ে নিচ্ছে ফেসবুক।
২০১২ সালে প্রায় ৬৪০ মিলিয়ন ইউরো খরচ করে ফেসবুকে কিনে নেয় জনপ্রিয় ইন্সটাগ্রামকে। আর সেই ইনস্টাগ্রামের প্রযুক্তি ব্যবহার করেই এই কাজ করছে ফেসবুক।
এই প্রযুক্তিকে আরও ইউজার ফ্রেন্ডলি করতে কাজ চালাচ্ছে ফেসবুক। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে ঘোষিত পরিষেবাও পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। যখনই কোনো ছবি আপলোড করতে যাচ্ছেন একজন ইউজার, তখন নিচে, বাঁ দিকে একটি ‘ম্যাজিক উইন্ড’ বলে অপশন দেখাচ্ছে ফেসবুক। সেই অপশনে ক্লিক করলেই নিজে থেকেই চটজলদি ছবিটি আপলোড করার আগেই এডিট সেরে ফেলবে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। পাশাপাশি দেওয়া হবে কয়েকটি ফিল্টার অপশনও। ঠিক যেমনটা পাওয়া যায় ইনস্টাগ্রামে।
ফেসবুকের এক ডেভলপার সম্প্রতি তাঁর ব্লগে এই তথ্য ফাঁস করেছেন। তাঁর বক্তব্য, ”বিশ্বের প্রথম সেলফি তোলা হয় ১৭৫ বছর আগে।০
ছবি তোলার সংজ্ঞাটাই আজ পাল্টে গিয়েছে। স্মার্টফোন এসে ছবি তোলাকে অনেক সহজ করে দিয়েছে। ইউজাররা যেভাবে ছবি তোলেন ও এডিট করে, তাকে সম্মান করে ফেসবুক। অনেকের মধ্যেও ছবি এডিট করার এক অস্বাভাবিক দক্ষতা রয়েছে। ছবির মাধ্যমে আবেগ ফুটে বেরিয়ে আসে। সেই আবেগকে সম্মান জানাতে ও ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতেই ফেসবুকের এই নয়া উদ্যোগ।’