শনিবার ● ২০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করে দিল গুগল
ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করে দিল গুগল
গুগল, ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। ওয়েবসাইট ব্রাউজের সময় ‘https’ ব্যবহার করার বিষয়টি প্রস্তাব করে তারা। প্রস্তাবটি ক্রমি ব্রাউজার ডেভেলপারদের মাধ্যমে আসে।
সতর্ক করার কারন হিসাবে বলা হয়, তথ্য চুরি এবং নজরদারিতে সাইবার চোর এবং সরকারী সংস্থাগুলো অসুরক্ষিত সংযোগগুলির অপব্যবহার করে থাকে।
তথ্য নিরাপদে রক্ষণ করার জন্য অনেক সাইটের বেসিক ওয়েব প্রটোকলের নিরাপদ ভার্সন রয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে ৩৩ শতাংশ ওয়েবসাইটে ‘https’ ব্যবহার করা হয়ে থাকে।
উল্লেখ্য, ইতোমধ্যে টুইটার, ফেসবুক, ইয়াহু এবং জিমেইলের মত অনেক বড় বড় ওয়েবসাইট সেবা ডিফল্ট ‘https’ ব্যবহার করে আসছে।
- See more at: http://www.priyo.com/2014/12/18/124001.html#sthash.jlEhX98v.dpuf