বুধবার ● ১৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্যপ্রযুক্তিতে ২০১৫ সাল থেকে ব্যবহারকারীদের ইন্টিগ্রেশন যুগে নিয়ে যাবে ইন্টেল
তথ্যপ্রযুক্তিতে ২০১৫ সাল থেকে ব্যবহারকারীদের ইন্টিগ্রেশন যুগে নিয়ে যাবে ইন্টেল
ইন্টেল ঢাকার আয়োজন করেছে ‘ইন্টেল প্রেডিকশন্স ইভেন্ট ২০১৫’। আজ ১৭ ডিসেম্বর বুধবার রাজধানীর একটি রেস্তোরায় এ ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে ইন্টেলের প্রধান প্রধান ঘটনা নিয়ে আলোচনার পাশাপাশি আগামী বছরের বিভিন্ন বিষয়ে ইন্টেলের পূর্বাভাস জানানো হয় এ সেশনে।
বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর বলেন, এটি ইন্টেল এবং তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রির জন্য সামগ্রিকভাবে একটি যুগান্তকারী বছর ছিল যেখানে উল্লেখযোগ্য পরিবর্তনে এশিয়া প্যাসিফিক ও জাপান অঞ্চল ছিল অন্যতম নিয়ামক। মোবাইল ডিভাইসেস এবং ইন্টারনেট অব থিংস (ওড়ঞ) থেকে শুরু করে পেছনের তথ্যপ্রযুক্তি অবকাঠামোসহ সকল তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে উদ্ভাবনের এ গতি ২০১৫ সালেও অব্যাহত থাকবে। ইন্টেল ইন্টিগ্রেশনের সময়টাকে উপস্থাপন করছে যেখানে প্রযুক্তি এবং কম্পিউটেশনাল পাওয়ার (গণনাশক্তি) আমাদের দৈনন্দিন জীবনে পরিশিষ্ট না হয়ে বরং একটি অবিচ্ছেদ্য ও সর্বাঙ্গীণ অংশ হয়ে যাবে।
২০১৪ এর শুরুতে সিইএস-এ ইন্টেলের সিইও ব্রায়ান ক্রাজানিক চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, ২০১৪ সালে ৪০ মিলিয়ন ট্যাবলেটে ইন্টেলের চিপস ব্যবহৃত হবে, যা ২০১৩ সালের তুলনায় ৩০ মিলিয়ন বেশি। ইন্টেল ২০১৪ সালের ৩য় কোয়ার্টারের মধ্যেই ৩০ মিলিয়নেরও বেশি ট্যাবলেট বিক্রি করেছে। দেখা যাচ্ছে ২৫০টিরও বেশি ট্যাবলেট ডিজাইন করা হচ্ছে ১৫০টিরও বেশি দেশে। এ বছরের সেপ্টেম্বরের ‘স্ট্রাটেজি এ্যানালেটিক্স’-এর রিপোর্ট অনুযায়ী ট্যাবলেটের ক্ষেত্রে ইন্টেল দ্বিতীয় বৃহত্তম এ্যাপ্লিকেশন প্রসেসর বিক্রেতা।
বাজারের বৃহৎ অংশের জন্য নেতৃস্থানীয় প্রান্ত ক্ষমতা, অধিকতর কর্মক্ষমতা সৃষ্টি এবং অধিকতর এনার্জি সাশ্রয়ী, ঘনত্বের ও খরচ সাশ্রয়ী সল্যুশন তৈরিতে বিনিয়োগের মাধ্যমে ইন্টেল মুরের সূত্রের সুফল প্রদান করা অব্যাহত রেখেছে। এর ফলে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে বিশ্বের প্রথম ১৪ ন্যানোমিটার প্রযুক্তি অধিক পরিমানে উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হয়েছে। সার্ভার, বিভিন্ন পার্সোনাল কম্পিউটিং ডিভাইস এবং ইন্টানেট অব থিংস (LoT) সহ উচ্চ কার্যকরী থেকে কম কার্যকরী বিভিন্ন পণ্য বৃহৎ পরিসরে তৈরির কাজে ইন্টেলের ১৪ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহৃত হবে।
সব মোবাইল ফর্ম ফ্যাক্টরে চিপ উদ্ভাবনের মাধ্যমে ইন্টেল দিচ্ছে উন্নত কর্মক্ষমতা, ব্যাটারি লাইফ এবং বৈশিষ্ট্য। এছাড়াও নতুন Intel® CoreTM M processors এর উপর ভিত্তি করে প্রথম সিস্টেম সহকারে পিসি, ল্যাপটপ, আল্ট্রাবুক, টু ইন ওয়ান এবং ট্যাবলেটসহ বিভিন্ন মোবাইল ফর্ম ফ্যাক্টরের জন্য ইন্টেল দিচ্ছে লাইটওয়েট ডিজাইন।