সোমবার ● ১৫ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট টিকেট !!
গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট টিকেট !!
দেশের বৃহত্তম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন তার অপেরা মিনি ব্যবহারকারীদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি ফ্রি “ইন্টারনেট টিকেট”। এই অফারের আওতায় গ্রামীণফোনের অপেরা মিনি ব্যবহারকারীরা ডিসেম্বর ১৬, ২০১৪ তারিখ থেকে পরবর্তী ঘোষণা পর্যন্ত নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের জন্য পাচ্ছেন ফ্রি ডাটা প্যাক।
যেসব ওয়েবসাইটের জন্য অপেরা মিনি ব্যবহারকারীরা ফ্রি ইন্টারনেট প্যাক পাবেন সেগুলো হলো ফেসবুক, ক্রিকবাজ ডট কম এবং বিডিনিউজ২৪ ডট কম। ইন্টারনেট প্যাকে রয়েছে প্রতিটি ওয়েবসাইটে প্রতিদিন ৩০ মিনিট ফ্রি ব্যবহারের সুযোগ। বাংলাদেশের অপেরা মিনি ব্যবহারকারীদের জন্য এরকম ফ্রি ডাটা প্যাক প্রথমবারের মতো নিয়ে এসেছে শুধুমাত্র গ্রামীণফোন।
বাংলাদেশের বহু মানুষের জন্য মোবাইল হচ্ছে ইন্টারনেট ব্যবহারের প্রধান মাধ্যম। এদের অনেকেই অপেরা মিনি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ ব্রাউজারটির অভিনব ডাটা সংকোচন প্রযুক্তির কারণে ৯০% পর্যন্ত কম ডাটা ব্যবহৃত হয় যার ফলে ইন্টারনেট ব্যবহার অনেক দ্রুত হয় ও ডাটা খরচে সাশ্রয় হয়। অপেরা মিনি একটি ফ্রি ওয়েব ব্রাউজার যা অ্যান্ড্রয়েড, আইওএস থেকে শুরু করে সাধারন জাভা ফোনে ব্যবহার করা যায়। গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের ফোনে অপেরা মিনি ডাউনলোড করতে পারেন ৫০০০ শর্ট কোডে “অপেরা” এসএমএস করে।
দেশের বৃহত্তম মোবাইল অপারেটর প্রতিষ্ঠান হিসাবে গ্রামীণফোন এর নেটওয়ার্কের আওতায় ৫ কোটি গ্রাহককে সেবা প্রদান করছে। বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের অগ্রদূত এ গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ১ কোটিরও ওপরে, যা সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের আওতায় ‘সবার জন্য ইন্টারনেট’ এর প্রত্যাশাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামীণফোন আগামী ৫ বছরে ৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীকে সেবা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহন করেছে।