সোমবার ● ১৫ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিআইইউ এর আয়োজনে “বাংলাদেশ সামিট-ফিচারিং গুগল ফর এডুকেশন ২০১৫”
ডিআইইউ এর আয়োজনে “বাংলাদেশ সামিট-ফিচারিং গুগল ফর এডুকেশন ২০১৫”
তথ্যপ্রযুক্তি জ্ঞানের উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামী ফেব্র”য়ারি ২৭-২৮, ২০১৪ তারিখে ঢাকায় “বাংলাদেশ সামিট-ফিচারিং গুগল ফর এডুকেশন ২০১৫” আয়োজন করতে যাচ্ছে। এ সামিটে শিক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন গুগল এপস্রে ব্যবহার এবং গুগল প্রোডাক্টসমূহ বিশেষ করে গুগল আর্থ, শিক্ষার জন্য ইউটিউব, গুগল সার্চ, গুগল ড্রাইভ, গুগল ক্যালেন্ডার, গুগল হ্যাং আউটস্, গুগল সাইটস্, গুগল ক্রোম, গুগল ফরমস্ এবং জিমেইল বিষয়ে গুরুত্বপূর্ন সেশানসমূহ প্রাধান্য পাবে।
আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজিত এক মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। “বাংলাদেশ সামিট- ফিচারিং গুগল ফর এডুকেশন ২০১৫” এর আহ্বায়ক এবং কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ডঃ সৈয়দ আকতার হোসেনের সভাপতিত্বে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ সামিটের উপদেষ্টা কমিটির প্রধান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ এম লুৎফর রহমান। মিট দ্যা প্রেসে বক্তব্য রাখেন এমিরিটাস প্রফেসর ডঃ আমিনুল ইসলাম, রেজিষ্ট্রার প্রফেসর ডঃ প্রকৌশলী এ কে এম ফজলুল হক, ভিজিটিং প্রফেসর বিভুতি রায়, পরিচালক (প্রশাসন) মুহাম্মদ ইমরান হোসেন, সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান ডঃ তৌহিদ ভূইয়া ও সামিটের উপর মাল্টিমিডিয়া উপস্থাপনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (তথ্যপ্রযুক্তি) নাদির বিন আলী।
মিট দ্যা প্রেস অনুষ্টানে জানানো হয়, গুগল সার্টিফায়েড শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষার জন্য গুগল এপস্রে নির্মাতা, অভিজ্ঞ পেশাজীবী, সলিউশ্যান প্রোভাইডার, গুগল প্রকৌশলী এবং গুগল এপস্ ফর এডুকেশন এর প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সেশানে আলোচনায় অংশ নিবেন। এ সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে তিনশত শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবী অংশগ্রহনের সুযোগ পাবে। আগ্রহীদের আগামী ১০ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে অনলাইনের মাধ্যমে মনোনয়ন জমা দিতে হবে। ওয়েব সাইটের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। ওয়েব সাইটঃ
https://sites.google.com/site/educationcommunityevents/
http://googlesummit.daffodilvarsity.edu.bd/
https://www.facebook.com/GoogleBangladeshSummit
অংশগ্রহণকারীরা সনদ ও পুরস্কারের পাশাপাশি আজীবন গুগল এডুকেশন টুলস্স এর বিকাশমান ধারার সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৪ জন শিক্ষক ও ৪ জন শিক্ষার্থী মনোনয়ন জমা দিতে পারবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত সার্কুলার প্রেরন করা হয়েছে।ক্যপশনঃ “বাংলাদেশ সামিট-ফিচারিং গুগল ফর এডুকেশন ২০১৫” উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ এম লুৎফর রহমান।