সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৩, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রাজধানীতে চলছে বেসিসের বিজনেস সফটওয়্যার শোকেস
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রাজধানীতে চলছে বেসিসের বিজনেস সফটওয়্যার শোকেস
৮৮৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে চলছে বেসিসের বিজনেস সফটওয়্যার শোকেস

bizness-software-showcase-opening.jpg

তৈরি পোশাক শিল্পের জন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-এর সহায়তায় বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী। তিনদিনব্যাপী এই প্রদর্শনী শের-এ-বাংলা নগরের বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় অনুষ্ঠিত হচ্ছে।

সুনির্দিষ্ট বিষয় বা শিল্প ভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বেসিস-এর উদ্যোগে নিয়মিত অয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস সফটওয়্যার শোকেস। এবারের প্রদর্শনীতে কেবলমাত্র গার্মেন্টস ও টেক্সটাইলস শিল্পের সফটওয়্যার প্রদর্শন করা হচ্ছে। ‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন’ স্লোগানের এই আয়োজনে এবার বেসিসের সদস্যভুক্ত ৮টি কোম্পানি তাদের সফটওয়্যার প্রদর্শন করছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে তৈরি পোশাক শিল্পের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের ডেপুটি কো-অর্ডিনেটর হাফিজুর রহমান ও বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি, বেসিসের বর্তমান সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক সামি আহমেদ, বেসিস স্ট্যান্ডিং কমিটি অন লোকাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান গোপাল দেবনাথ প্রমুখ।

একটি নির্দিষ্ট জায়গায় একই ধরণের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই এই আয়োজন। প্রথম দিনেই সাধারণ দর্শনার্থীসহ গার্মেন্টস ও টেক্সটাইলস শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, কর্মকর্তাসহ দর্শনার্থীদের উপস্থিতি ছিলো আশানুরুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যাশা করা হয়, বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন, বিভিন্ন সফটওয়্যার কোম্পানির উদ্যোক্তা ও নীতি নির্ধারক ব্যক্তিদের উপস্থিতি এবং অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ইতিবাচক প্রতিক্রিয়ার মাধ্যমে দেশি সফটওয়্যারের বিপণন আরও বাড়বে। বেসিস বছর জুড়ে প্রায় প্রতিমাসেই এ ধরণের আয়োজন করে আসছিলো। গত কয়েক মাস বিরতিতে আবারও ধারাবাহিকভাবে এই আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে বেসিস এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথকেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং রিয়েল অ্যাস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীতে ব্যাপক সাড়া পায়।

এবারের প্রদর্শনীতে বেসিস সদস্য কোম্পানি যারা গার্মেন্টস ও টেক্সটাইলস সফটওয়্যার তৈরি ও বিপণন করে থাকে তারা অংশগ্রহণ করছে। কোম্পানিগুলো হচ্ছে - অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, সিএসএল সফটওয়্যার লিমিটেড, লজিক সফটওয়্যার লিমিটেড, লেক্সিনার সলিউশন্স, সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া সফট লিমিটেড ও ইউরোবাংলা আইটি।

১১, ১২ ও ১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এ বিজনেস সফটওয়্যার প্রদর্শনী দর্শকদের জন্য উম্মুক্ত রয়েছে। আয়োজন সম্পর্কে www.basis.org.bd/bss  ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ