বুধবার ● ১০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিস্ফোরিত হল স্যামসাং গ্যালাক্সি এইস ২!
বিস্ফোরিত হল স্যামসাং গ্যালাক্সি এইস ২!
আবারও বিস্ফোরিত হল স্মার্টফোন। এবারের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এইস ২ এবং ঘটনাস্থল কানাডা। দেশটির অন্টারিও বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জানান, তিনি রাতে ঘুমিয়ে ছিলেন। আর এসময়েই তাঁর মাথার পাশে থাকা স্মার্টফোনটি বিস্ফোরিত হয়।
ঘটনাটি ঘটেছিল গত অক্টোবরে। তবে এই দীর্ঘ সময়েও এটি প্রকাশিত হয়নি। সম্প্রতি স্থানীয় কিছু সংবাদমাধ্যমে এটি প্রকাশিত হয়।
হোপ ক্যাসারলি নামক ওই শিক্ষার্থী জানান, ২২শে অক্টোবর রাতে একটি বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙ্গে। তিনি জানান,” ঘুম ভাংলে আমি দেখতে পাই একটি আলোর ফুলকি আমার কাঁধ বরাবর গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে আমার বিছানার উপর পড়েছে।” তিনি আরও জানান, “আমি বুঝতে পেরেছিলাম যে ফোনে আগুন ধরে গিয়েছে। তৎক্ষণাৎ আমি আমার বালিশ চাপা দিয়ে আগুন নেভাই।”
তিনি জানান, তাঁর ফোন তখন চার্জ দেওয়া অবস্থায় ছিল না। ঘটনার পর তিনি স্যামসাংয়ের সাথে যোগাযোগ করলে তাঁরা ফোনটি ফেরত নেয় এবং তদন্তের জন্য কোরিয়ায় ফেরত পাঠায়।
স্যামসাংয়ের বরাত দিয়ে সিবিসি নিউজ জানিয়েছে, এই ঘটনার পর তাঁকে একটি নতুন ফোন দেওয়া হয়েছে। একইসাথে সমস্যাটি কেন হচ্ছে, সে বিষয়েও তাঁরা তদন্ত চালিয়ে যাচ্ছে। স্যামসাংয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, তাঁর ফোনে থাকা ব্যাটারিটি অরিজিনাল ছিল না।
ক্যাসারলি তাঁর ক্ষতিগ্রস্ত বিছানা এবং ম্যাট্রেসের জন্য স্যামসাংয়ের কাছে ১০০০ কানাডীয় ডলার দাবি করেছেন।