মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন
বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন
প্রথমবারের মত ওয়েবসাইট চালু করলো বিশ্বসাহিত্য কেন্দ্র। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত এ ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আজ সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং সমাজের বিশিষ্টজনেরা।
আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শরীফ মো: মাসুদ, ব্র্যাক ব্যাংক-এর হেড অফ কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জনাব জীশান কিংশুক হক এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ওয়েবসাইটে বিশ্বসাহিত্য কেন্দ্রের সকল কার্যক্রমের তথ্য ও ইতিহাস ছবিসহ উপস্থাপন করা হয়েছে। এর ফলে দেশবিদেশের পাঠকরা কেন্দ্রের কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে পারবেন।
দেশের এবং প্রবাসের পাঠক ও শুভাকাঙ্খীরা যাতে বিশ্বসাহিত্য কেন্দ্রের উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদান করতে পারেন সেজন্য ওয়েবসাইটে একটি একাউন্ট নম্বর উল্লেখ করা আছে। একাউন্টের নাম: বিশ্বসাহিত্য কেন্দ্র, নম্বর: ১৫২০২০২৪৪৬১৬৭০০১ (ব্র্যাক ব্যাংক লিমিটেড)।
এ উপলক্ষে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘‘আলোকিত মানুষ তৈরির প্রয়াসে দীর্ঘদিন যাবৎ কাজ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ ওয়েবসাইটের ফলে দেশের ও বিদেশের পাঠকরা বিশ্বসাহিত্য কেন্দ্রের চলমান কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। পাঠকরা সবসময় কেন্দ্রের সাথে যোগাযোগ রাখতে পারবে।”
তিনি আরও বলেন, কেন্দ্রের উন্নয়নে বিশ্বের যেকোন দেশ থেকে ব্র্যাক ব্যাংকের একাউন্টের মাধ্যমে পাঠকরা টাকা পাঠাতে পারবেন। এর ফলে কেন্দ্রের কার্যক্রমের পরিধি ও ব্যাপ্তী আর সম্প্রসারিত ও বেগবান হবে। ওয়েবসাইটটি তৈরি করে ব্র্যাক ব্যাংক-এর আইটি অঙ্গপ্রতিষ্ঠান ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড।