শনিবার ● ৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় পুরস্কারে ভূষিত হলেন পলক
তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় পুরস্কারে ভূষিত হলেন পলক
দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় পুরস্কারে ভূষিত হলেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব নওয়াব আলী চৌধুরী পদক পেয়েছেন।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর দুটি প্রতিষ্ঠান এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১০ বিশিষ্টজনকে এই পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী-হাসান আলী ফাউন্ডেশন ও পলিসি রিসার্চ সেন্টার বাংলাদেশ আয়োজিত ১১তম ‘এশিয়ান গর্ভনেন্স: প্যারাডক্স অব ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে এ পদক দেওয়া হয়।
পদক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আগামী ৪ বছরে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকার কিছু ‘কি ফ্যাক্টর’ নিয়ে কাজ করছে। তথ্যপ্রযুক্তির অবকাঠামো তৈরি, মানবসম্পদ উন্নয়ন, নিরাপদ আইটি নেটওয়ার্ক তৈরি এসবের মধ্যে উল্লেখযোগ্য।
প্রতিমন্ত্রীর হাতে পদক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অা অা ম স অারেফিন সিদ্দিকসহ অারও অনেকে উপস্থিত ছিলেন।