শনিবার ● ২১ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » রাশিয়াতে প্রথম মাল্টিমীডিয়া পর্যটন সাইট খোলা হচ্ছে
রাশিয়াতে প্রথম মাল্টিমীডিয়া পর্যটন সাইট খোলা হচ্ছে
রাশিয়ার রাষ্ট্রীয় পর্যটন সংস্থা - রসট্যুরিজম - খুব শীঘ্রই দেশে প্রথম রাশিয়াতে স্বাগতম নামে এক পর্যটনের সাইট খুলতে চলেছে. তাতে পরিকল্পনা রয়েছে আভ্যন্তরীণ পর্যটন বিষয়ে তথ্য দেওয়ার. এই সংস্থার প্রতিনিধি ওলেগ মোসেয়েভ বলেছেন যে, এই সাইটে দেশের নানা পর্যটন কেন্দ্রের ছবি ও ভিডিও সমেত বিষয় অনুযায়ী ভাগ করে তথ্য দেওয়া থাকবে. মোসেয়েভ বিশেষ করে উল্লেখ করেছেন যে, এই সাইটের মূল উদ্দেশ্য হল - দেশের পর্যটন বিভাগের সম্ভাব্য ক্ষমতাকে দেশের ভিতরের ও বাইরের বাজারে উপস্থাপনা করা. মার্চ মাসের মাঝামাঝি সময়ে এই সাইট উদ্বোধন করা হবে সাড়ম্বরে.