বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তথ্য প্রযুক্তিতে বিশ্বায়নের ছোঁয়া, প্রয়োজন গতিময়তা
তথ্য প্রযুক্তিতে বিশ্বায়নের ছোঁয়া, প্রয়োজন গতিময়তা
স্বাধীনতার ৪৪ বছরে বিশ্বায়নের ছোঁয়া লেগেছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতেও। কিন্তু, এর সঙ্গে তাল মিলিয়ে আমরা কতটুকু এগোতে পেরেছি? সরকারি হিসাবে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য উন্নতি হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন তা পর্যাপ্ত নয়। তথ্য প্রযুক্তির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্রডব্যান্ড ইন্টারনেটকে আরো সহজলভ্য করার পরামর্শ তাদের।
রাজধানীর অভিজাত এলাকা নিকেতন। এখানেই একটি প্রযোজনা প্রতিষ্ঠানে চিত্র সম্পাদনার কাজ করছেন সাদ। সৃজনশীল পেশা হিসেবে চিত্র সম্পাদনা সম্প্রতি দেশের তরুণ সমাজের নজর কেড়েছে । কিন্তু, কাজ করতে গিয়ে প্রতিনিয়ত ধীর গতির ইন্টারনেটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে সাদের কাজ, ফলে নষ্ট হচ্ছে তার ও প্রতিষ্ঠানের সুনাম।
ভুক্তভোগী সাদ বলেন, ‘বড় ধরনের ফাইল নিয়ে কাজ করতে হলে দ্রুত গতির ইন্টারনেট প্রয়োজন। কিন্তু সঠিকভাবে সেটি না পাওয়ায় কাজের ক্ষেত্র ব্যাহত হচ্ছে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি’র তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় চার কোটি গ্রাহক মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে। অন্যদিকে, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের পরিসংখ্যান বলছে, দেশে প্রায় এক কোটি গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন। যার ষাট ভাগ গ্রাহকই রাজধানী ঢাকার।
আর বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে দেশ ব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে হবে।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান বলেন, ‘শহরের পাশাপাশি গ্রামগুলোতেও ব্রডব্যান্ড সংযোগ আওতায় নিয়ে আসা জরুরি।’
বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস আলী জানান, ‘দ্রুত গতির ইন্টারনেট চাইলে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। একটি বা দুটি কোম্পানির অধীনে ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্ল্যান করা উচিত।’
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সবশেষ তথ্য অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের ১৬৬ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৫ তম। স্বাধীনতার ৪৪ বছর পরে বাংলাদেশের এ অবস্থানকে অপর্যাপ্ত মনে করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ ছড়িয়ে দেয়ার মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতকে আরো শক্তিশালী করা সম্ভব।সময় নিউজ টিভি ।