মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোন বাঁচাবে বেলুন, খরচ ৫০ টাকা
স্মার্টফোন বাঁচাবে বেলুন, খরচ ৫০ টাকা
নিজের স্মার্টফোনের জন্য পছন্দের কভার পাচ্ছেন না? যেটাই কিনছেন, কোনওটাই জুতসই হচ্ছে না, তাহলে এবার আপনার জন্য সমাধান হাজির। এক ডলারেরও কমে এবার নিজের স্মার্টফোনকে বাঁচান বাইরের আঘাত থেকে। কী করতে হবে আপনাকে? প্রথমে বেলুনটি কিনতে হবে, স্থানীয় বাজারে যার দাম ৯০ সেন্ট। তারপর সেটিকে ফুলিয়ে নিন।
এবার ফোলানো বেলুনের উপর নিজের ফোনটিকে বসান চেপে। এই বেলুনটি তৈরি এমন পদার্থ দিয়েই যা আপনার ফোনের আকৃতি অনুযায়ী চেপে বসে যাবে মাত্র কয়েক সেকেন্ডে। শুধু সমস্যা একটাই। এই কভার ফোনের গায়ে জড়ালে, হেডফোনের জ্যাক লাগানোর জন্য কোনও ফাঁক থাকবে না। তবে এই কভার জল ও ধুলোর হাত থেকে আপনার স্মার্টফোনকে বাঁচাবে ১০০ শতাংশ, দাবি প্রস্তুতকারক সংস্থার।