শনিবার ● ২১ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইন্টারনেট সাইটে নির্বাচনী প্রার্থীর আত্মপ্রকাশ
ইন্টারনেট সাইটে নির্বাচনী প্রার্থীর আত্মপ্রকাশ
www.putin2012.ru - সাইট এই রকমের নাম দিয়ে রাশিয়ার ইন্টারনেট ডোমেইনে সৃষ্টি করা হয়েছে. রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এই সাইট নিজের নামে প্রকাশ করেছেন, যিনি এই বছরের মার্চ মাসে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন. সাইট কাজ করতে শুরু করেছে ২০১২ সালের ১২ই জানুয়ারী থেকে.
প্রাক্ নির্বাচনী পরিকল্পনা, আত্মজীবনী, ফোটো, অভিজ্ঞতা, আগ্রহের বিষয়, জনতার ধারণা - এই সবই সাইটের প্রধান বিভাগ. কিন্তু এই পোর্টালের অভ্যাগত জনেরা শুধু দলিল পড়া, ফোটো দেখা, প্রার্থীকে সমালোচনা করা অথবা তাঁকে ধন্যবাদ জানাতেই পারবেন না. সাইটে প্রত্যেকেই ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য নিজের প্রস্তাব “রাশিয়াকে সম্মিলিত ভাবে পাল্টাই” অংশে লিখতে পারবেন, আর সেই গুলি, প্রধানমন্ত্রীর তথ্য সচিব দিমিত্রি পেশকভ আশ্বাস দিয়েছেন যে, সমস্ত প্রস্তাবই শোনা হবে, তিনি বলেছেন:
“সেই রকম সাইট তৈরী করা কঠিন, যেখানে সেই ব্যক্তি সম্বন্ধে বিরল তথ্য রাখা সম্ভব হয়, যিনি ১৯৯৯ সাল থেকে কোন না কোন ভাবে দেশের নেতৃত্বে রয়েছেন. তাই এখানে কোন চাঞ্চল্যকর তথ্য খুঁজতে যাওয়ার অর্থ হয় না, আবার একই সময়ে এটা খুবই আধুনিক, যথেষ্ট বিস্তৃত, যুক্তিসঙ্গত ও ভরসা যোগ্য ইন্টারনেটে তথ্যের উত্স, যা রাশিয়ার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে পুতিন সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য পেশ করেছে. এখানে অনেক আঁকা ও চোখে যাচাই করে দেখার মতো তথ্য রয়েছে আর বিশাল আকারের লিখিত অংশ কমানো হয়েছে, যা পরে আরও যোগ করা হবে”.
এই সাইটের প্রথম বিশাল টেক্সট এখনই ঝোলানো হয়েছে. এটা রাষ্ট্রপতি পদপ্রার্থী ভ্লাদিমির পুতিনের প্রাক্ নির্বাচনী পরিকল্পনার প্রাথমিক কাঠামো. সেখানে মুখ্য মনোযোগ লেখক দিয়েছেন অর্থনীতি প্রসঙ্গে ও আশ্বাস দিয়েছেন বিনিয়োগ ও উদ্ভাবনী প্রযুক্তি বাড়ানোর. “আমাদের লক্ষ্য - ২০ বছরের মধ্যে ২ কোটি পঞ্চাশ লক্ষ নতুন গুণমান সহ ভাল কাজের জায়গা ন্যায্য বেতন সমেত তৈরী করার. রাশিয়াতে নতুন ধরনের উত্পাদনের ব্যবস্থা করা হলে, তা অন্য দেশের থেকে বেশী লাভজনক হতে বাধ্য” - এই কথাই বলা হয়েছে পরিকল্পনায়.
জনগনের নজরের সামনে পেশ করা প্রকল্পে ভ্লাদিমির পুতিন মনোযোগ আকর্ষণ করেছেন সেই বিষয়ে, যে বিগত দশকের অর্থনৈতিক উন্নয়নের মডেল, যা খনিজ তেলের দাম বেশীর উপরে নির্ভর করে করা হয়েছিল, তা আজ পুরনো হয়ে গেছে. ভ্লাদিমির পুতিন আশ্বাস দিচ্ছেন “ব্যক্তিগত উদ্যোগকে অনুপ্রেরণা দেওয়ার জন্য সমস্ত রকমের পরিস্থিতি সৃজন করার. প্রত্যেকেই যেই নিজের কোন ব্যবসার কথা ভাবেন, এটা করতে পারবেন. আমরা ব্যবসায়িক উদ্যোগের উন্নতির জন্য ভরসা দেবো. প্রাথমিক ভাবে এটা করা হবে ব্যক্তিগত সম্পত্তির উপরে যে কোন ধরনের আক্রমণ থেকে রক্ষা করা দিয়ে”, - এই কথা লেখা হয়েছে প্রাক্ নির্বাচনী প্রকল্পের কাঠামোতে.
ভ্লাদিমির পুতিনের সাইট প্রকাশ হয়েছে ১২ই জানুয়ারী. এই সাইট করা হয়েছে রুশী ভাষায় - “কারণ খুবই কম সংখ্যক ইংরাজী ভাষায় কথা বলা লোক এই নির্বাচনে অংশ নেবেন”, - এই ভাবে ব্যাখ্যা করেছেন তথ্য সচিব দিমিত্রি পেশকভ. নির্বাচনের পরে এই সাইট থামিয়ে দেওয়া হবে ও কিছু সময় ধরে অপরিবর্তিত অবস্থায় ইন্টারনেটে দেখা যাবে. সাইটের দাম - ১১ লক্ষ রুবল (৩০ হাজার ডলারের কিছু বেশী). এর জন্য অর্থ প্রার্থীর প্রাক্ নির্বাচনী তহবিল থেকে দেওয়া হয়েছে.