শনিবার ● ২৫ জুন ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ৪ শতাধিক দক্ষ প্রফেশনাল দিয়ে আইসিটি সল্যুশন দিচ্ছে জিপিআইটি
৪ শতাধিক দক্ষ প্রফেশনাল দিয়ে আইসিটি সল্যুশন দিচ্ছে জিপিআইটি
গ্রামীণফোনের সহযোগী প্রতিষ্ঠান জিপিআইটি ২০১০ সালের ২৮ জানুয়ারী যাত্রা শুরু করে নানা ধরনের তথ্যপ্রযুক্তি সেবা দিচ্ছে। ৪ শতাধিক দক্ষ আইটি প্রফেশনালের মাধ্যমে সারা দেশে থাকা ২০টি সাপোর্ট পয়েন্টের মাধ্যমে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি । সেবা গুলো- কমিউনিকেশন সল্যুশন এবং সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার সল্যুশন ও সার্ভিস, ফিনান্সিয়াল সল্যুশন ও সার্ভিস, বিজনেস সল্যুশন ও সার্ভিস এবং মোবাইল ও কনটেন্ট সল্যুশন।
১৮ জুন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সম্মেলনে জিপিআইটির প্রধান নির্বাহী পিটার অ্যান’নি ডিনডায়াল জিপিআইটির বর্তমান অবস’া এবং নানা কার্যক্রমের কথা তুলে ধরেন। তিনি বলেন, জিপিআইটির রয়েছে দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন কর্মী, যারা তথ্যপ্রযুক্তির যে কোনো ধরনের সেবা দিতে সক্ষম। পাশাপাশি নানা ধরনের আস’াশীল ও সময়োপযোগী কাজের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে আন-র্জাতিকভাবে প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে বলে জানান। এ সময় উপসি’ত ছিলেন জিপিআইটির হেড অব ডেভেলপমেন্ট নোমান ওয়াসী, চিফ কমার্শিয়াল অফিসার রনি রিয়াদ রশীদ, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন রহমান, হেড অব অপারেশন সোহায়েল রেজা এবং হেড অব করপোরেট অ্যাফেয়ার্স জহরত আদিবা চৌধুরী।
যাত্রা শুরুর পর থেকে নানা ধরনের সেবার পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সঙ্গে যৌথভাবে ১ হাজার স্নাতক শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি এবং ২০০ জনকে অন্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও সম্মেলনে জানানো হয়। এছাড়া ম্যানেজমেন্ট কন্সালট্যান্সি, ইনফরমেশন সিকিউরিটি, নেটওয়ার্কিং সল্যুশন, টেলিকম অ্যাপ্লিকেশন অপারেশন, কোর ব্যাংকিং সল্যুশনস, মোবাইল ব্যাংকিং সল্যুশন দিচ্ছে প্রতিষ্ঠানটি।