সোমবার ● ১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » দেশের বাজারে সবচেয়ে পাতলা ফোন আনল ওয়ালটন
দেশের বাজারে সবচেয়ে পাতলা ফোন আনল ওয়ালটন
দেশের বাজারে সবচেয়ে পাতলা ফোন আনল ওয়ালটন। প্রিমো এক্স থ্রি মিনি নামের এই মোবাইল সেটটির পুরুত্ব মাত্র ৫.১ মিলিমিটার। হালকা-পাতলা স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড-নির্ভর। ৪.৮ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির পেছনে আট ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
স্মার্টফোন সম্পর্কে ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এস এম রেজওয়ান আলম জানিয়েছেন, ফোনটির বিশেষ ফিচার আসলে এর গঠন। এটি খুবই পাতলা কিন্তু টেকসই সেট। এতে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ও তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস। মাত্র ৯৭ গ্রাম ওজন আর ৫.১ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে রয়েছে ১.৭ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর ও এক গিগাবাইট র্যাম।
মাইক্রোসিম সুবিধার স্মার্টফোনটির স্টোরেজ সুবিধা ১৬ গিগাবাইট।
রেজওয়ান আলম প্রথম আলোকে জানিয়েছেন, এর আগে ওয়ালটনের এক্স থ্রি ছিলো সবচেয়ে পাতলা ফোন। ৫.৫ মিলিমিটার পুরুত্বের ওই স্মার্টফোনটির চেয়েও মিনি সংস্করণটি আরও পাতলা। থ্রিজি সুবিধার স্মার্টফোনটির উভয় দিকে বিশেষভাবে নকশা করা থার্মাল প্রটেকটিভ গ্লাস ব্যবহার করা হয়েছে। আর তাই এই সেট সহজে গরম হয় না। ওটিজি সুবিধাসম্পন্ন এই সেটে সব ধরনের ইউএসবি ডিভাইসের সঙ্গে কাজ করবে। ওয়াইফাই, ব্লুটুথ এবং হটস্পট সুবিধাতো আছেই। নয়টি সেন্সর থাকায় প্রিমো এক্স থ্রি মিনিতে গেম হবে আরও উপভোগ্য। সর্বাধুনিক প্রযুক্তির ২১৫০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারির চার্জ থাকবে হবে দীর্ঘক্ষণ।
ফিচার সম্পর্কে ওয়ালটনের কর্মকর্তা আরও জানান, প্রিমো এক্স থ্রি মিনিতে ওয়ালটন প্রথমবারের মতো ব্যবহার করেছে ওটিএ (ওভার দি এয়ার)। এর ফলে কম্পিউটার ছাড়াই ফার্মওয়্যার আপগ্রেডেশন সম্ভব। একে ওয়ালটনের প্রথম স্বয়ংসম্পূর্ণ হ্যান্ডসেট বলা হচ্ছে। গ্রাহকরা মোবাইলকে নিজেরাই আপগ্রেড করতে পারবেন। সফটওয়্যার আপগ্রেডের জন্য সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। স্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে ওয়ালটনই প্রথম মোবাইল হ্যান্ডসেটে এই সুবিধা দিচ্ছে।
এক্স থ্রি মিনি স্মার্টফোনটি ১৯ হাজার ৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।