শনিবার ● ২৯ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুক ছেড়ে তরুণ-তরুণীরা এখন ইনস্টাগ্রামে
ফেসবুক ছেড়ে তরুণ-তরুণীরা এখন ইনস্টাগ্রামে
সমীক্ষা বলছে টিন এজাররা এখন ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তা হলে কি সোশ্যাল কুটকাচালি বন্ধ? মোটেও না! সমীক্ষা বলছে, ফেসবুক ছেড়ে টিন এজারদের এখন মন মজেছে ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে। বিশ্বজুড়ে ৩২টিরও বেশি দেশে ফেসবুক ইউজাররা মূল সাইট ছেড়ে মন দিয়েছেন তাদের অ্যাপ ‘মেসেঞ্জারে’ ও ইনস্টাগ্রামে।
ব্রিটেন ও মার্কিন মুলুকে অন্তত ৬৬ শতাংশ টিন এজারই এখন ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। গ্লোবাল ওয়েব ইনডেক্স-এর সমীক্ষার ফলাফল বলছে, শতাংশের হারে অন্তত ৩০ জন গ্লোবাল ইউজারই এখন ফেসবুক ছেড়ে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মত অ্যাপের দিকে ঝুঁকেছেন।