শনিবার ● ২৯ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » মদ্যপানকারীদের জন্যে নতুন অ্যাপ
মদ্যপানকারীদের জন্যে নতুন অ্যাপ
অনেকে আছেন যারা রাতে মদ্যপান করে বাসায় ফিরে মাতাল অবস্থায় যে কাউকে অবাঞ্ছিত এসএমস পাঠিয়ে দেয়। পরে দেখা যায়, এসএমএসটি এমন কারও কাছে যায় যার জন্যে নিজের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমন হতে পারে যে, আপনি আপনার সাবেক প্রেমিকা, অফিসের উর্ধ্বতন কর্মকর্তা বা নিজের বাবা মায়ের ফোনে কোনও অবাঞ্ছিত এসএমএস পাঠিয়েছেন। এমন মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করতে এবার বাজারে আসছে নতুন অ্যাপ।
নতুন এই অ্যাপে ‘ড্রাঙ্ক মোড’ থাকবে। যেটি আপনাকে মদ্যপ অবস্থায় ফোন বা এসএমএস করতে দেবে না। মদ্যপান শুরুর আগে এই মোড অন করে রাখুন। ৩ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত এই মোড অন রাখা যাবে।
এ সময় আপনার ফোন থেকে কল করা যাবে না। শুধু তাই নয়, এই অ্যাপস ইনস্টল করা থাকলে আপনার মদ্যপ বন্ধুদেরও খুঁজে পাওয়া যাবে। জিপিএস এর মাধ্যমে এই অ্যাপ খুঁজে নেবে আপনার সেসব বন্ধুদের যারাও আপনার মত ‘ড্রাঙ্ক মোড’ অন করে রেখেছে। আগামী বছর এই অ্যাপস চলে আসবে গুগল প্লে স্টোরে।