বুধবার ● ২৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্ভয় জীবনবীমার দাবি নিষ্পন্ন করলো গ্রামীণফোন
নির্ভয় জীবনবীমার দাবি নিষ্পন্ন করলো গ্রামীণফোন
দেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি তাদের গ্রাহক আব্দুল হক বাবুলের “নির্ভয় লাইফ” বীমা দাবী নিস্পত্তি করেছে। গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, নিবন্ধিত নির্ভয় বীমার নিবন্ধনের ভিত্তিতে আব্দুল হক বাবুলের কন্যার কাছে ৫০,০০০ টাকার একটি চেক তুলে দিয়েছেন।
৫২ বছর বয়সী সরকারী কর্মকর্তা আব্দুল হক বাবুল জুন ২৯, ২০১৪ তারিখে নির্ভয় লাইফ এর নিবন্ধন করেন এবং তার কন্যা ফাতিমা তুজ জোহরাকে উত্তরাধীকার মনোনীত করেন।
প্রতি মাসের ব্যবহৃত টক টাইমের উপর ভিত্তি করে নির্ধারিত বিনামূল্যের নির্ভয় বীমা শুধুমাত্র গ্রামীণফোন গ্রাহকদের জন্য প্রযোজ্য। সেবা প্রদানকারী প্রধান সহযোগী হিসেবে রয়েছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং সহায়তায় রয়েছে মাইক্রোএনসিউর বাংলাদেশ। নির্ভয় লাইফ সেবা চালুর পর থেকে মাইক্রোএনসিউর বাংলাদেশ, প্রগতী লাইফ ইনস্যুরেন্স এর সহযোগিতায় ৯৪টি বীমার দাবী নিষ্পন্ন করেছে যার পরিমান ৩৫ লক্ষ টাকার বেশি। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার ৫ দিনের মধ্যে অর্থ পরিশোধ নিশ্চিত করেছে গ্রামীণফোন এবং মাইক্রোএনসিউর বাংলাদেশ।
২০১৩ সালের জুন মাসে নির্ভয় লাইফ সেবা চালু করা হয় এবং এক বছরের কিছু বেশি সময়, ২০১৪ সালের নভেম্বর মাসের মধ্যে এই সেবা গ্রহনকারীর সংখ্যা ৩০ লক্ষ অতিক্রম করেছে। বর্তমানে প্রায় ৩৩ লক্ষ গ্রামীনফোন গ্রাহক এই সেবার অন্তর্ভূক্ত।
গ্রামীণফোনের সিইও বিবেক সুদ নির্ভয় জীবনবীমার দাবির চেক তুলে দিচ্ছেন প্রায়ত আবদুল হক বাবুলের কন্যা ফাতেমা তুজ জোহরার হাতে। এসময় মাইক্রোএনসিয়র এর সিইও রিচার্ড লেফটলে উপস্থিত ছিলেন।