বুধবার ● ২৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুগল ফর এডুুকেশন ইন্ডিয়া সামিট এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগদান
গুগল ফর এডুুকেশন ইন্ডিয়া সামিট এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগদান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন এবং উপ-পরিচালক (আইটি) নাদির বিন আলী গত নভেম্বর ২২, ২৩, ২০১৪ তারিখে ভারতের বোম্বেতে অনুষ্ঠিত “গুগল ফর এডুুকেশন ইন্ডিয়া সামিট” এ যোগদান করেন। দুই দিন ব্যাপী এই উচ্চ মান সম্পন্ন অনুষ্ঠানটিতে কে-১২ থেকে ইউনিভার্সিটি লেভেল এর শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্থাপনা, একীভূত এবং গুগোল অ্যাপস্ এর প্রয়োগ, সমন্বয় ও ব্যবহারের উপর জোড় দেয়া হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৫ সালের ২৭-২৮, ফেব্র”য়ারিতে “গুগল ফর এডুুকেশন বাংলাদেশ সামিট” অনুষ্ঠানটি আয়োজন করার দায়িত্ব পেয়েছে।
আসন্ন “গুগল ফর এডুুকেশন বাংলাদেশ সামিট” সফলভাবে আয়োজনের লক্ষ্যে অভিজ্ঞতা ও জ্ঞানার্জনের উদ্দেশ্যে “গুগল ফর এডুুকেশন ইন্ডিয়া সামিট” এর আয়োজক এড টেক এর আমন্ত্রণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন সদস্যের প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করে।
ক্যাপশনঃ
“গুগল ফর এডুুকেশন ইন্ডিয়া সামিট” এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান ও উপ-পরিচালক (আইটি) নাদির বিন আলীর সাথে গুগল সার্টিফায়েড টিচার, এপল ডিস্টিংগুশিড এডুকেটর, গুগল এপস্ এবং এপল সার্টিফায়েড ট্রেইনার মিঃ জিম সিল।