বৃহস্পতিবার ● ২০ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » স্বল্পমূল্যে স্মার্টফোন বিক্রি করতে স্যামসাংয়ের নতুন পরিকল্পনা
স্বল্পমূল্যে স্মার্টফোন বিক্রি করতে স্যামসাংয়ের নতুন পরিকল্পনা
স্বল্পমূল্যে ক্রেতাদের হাতে স্মার্টফোন তুলে দিতে নতুন পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর পূর্বের তুলনায় অল্প কিছু মডেলের স্মার্টফোন বাজারে আনার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। মূলত চীনের বিভিন্ন ব্র্যান্ডের কম মূল্যের স্মার্টফোনের সাথে প্রতিযোগিতা করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র গতকাল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত কমানো হতে পারে নতুন মডেলের পরিমাণ।
সাম্প্রতিক সময়ে মুনাফার দিক থেকে বড় রকমের ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস উচ্চমূল্যের হওয়ায় সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে রয়েছে। আবার খুব একটা বেশি বিক্রি হচ্ছে, এটাও বলা যাবেনা। বিশেষ করে আইফোনের কাছে গ্যালাক্সি এস মোটামুটি ধরাশায়ী।
অন্যদিকে, কম মূল্যের স্মার্টফোনের বাজারেও চীনের বিভিন্ন ব্র্যান্ডের কারণে সুবিধা করতে পারছিল না প্রতিষ্ঠানটি। আর তাই এবার পূর্বের মডেলের স্মার্টফোনসমূহ আরও বেশি পরিমাণে প্রস্তুত করার মাধ্যমে কম মূল্যে ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দিতে চাইছে স্যামসাং।