রবিবার ● ১৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকের ভবিষ্যৎ ভাবনা
ফেসবুকের ভবিষ্যৎ ভাবনা
শীর্ষ সামাজিক মিডিয়া ফেসবুক কী কী করবে আগামী দিনগুলোয়? বিনিয়োগকারীদের এক সম্মেলনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এর প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।
মেসেজিং : পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মেসেজিং। ফেব্রুয়ারিতে ১ হাজার ৯০০ কোটি ডলারে তাই কেনা হয়েছে মেসেজিং অ্যাপ ‘হোয়াটস অ্যাপ’। একইসঙ্গে হোয়াটস অ্যাপ এবং ফেসবুক দুটোরই মোবাইল মেসেঞ্জারসেবা চালু রাখা হবে। কেননা গবেষণা করে ফেসবুক দেখেছে, সাধারণ ব্যবহারকারীদের থেকে মেসেঞ্জার ব্যবহারকারীরা ২০ শতাংশ দ্রুত সাড়া দেন।
ভিডিও : সামনের ৩ বছর ফেসবুক গুরুত্ব দেবে ভিডিও কনটেন্টে। এ সেবার মান বাড়াতে উদ্যোগী হচ্ছে তারা। কেননা ফেসবুকে ভিডিও দেখার প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। বিশ্বব্যাপী ৪৪ কোটি মানুষ শুধু আইস বাকেট চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখেছেন ১ হাজার কোটিবার।
বিজ্ঞাপন : বিজ্ঞাপনের দিকে ঝুঁকছে ফেসবুক। পরিকল্পনা- খাতে আয় বাড়ানো। পণ্য প্রচারণার জন্য বিজ্ঞাপনদাতাদের কাছেও ফেসবুকের গুরুত্ব বেড়েছে। এজন্য চালু হয়েছে ফেসবুকের নিজস্ব অ্যাড সার্ভিং প্লাটফর্ম অ্যাটলাস। এর সাহায্যে ডিভাইস, প্লাটফর্ম এবং প্রকাশক অনুসারে বিভিন্ন ধরনের ব্যবহারকারীর কাছে বিজ্ঞাপন তুলে ধরা হয়।
ইন্টারনেট : আগামী এক দশকে ইন্টারনেট ডটঅর্গ জোট নিয়ে আরও এগিয়ে যেতে চান জুকারবার্গ। বিশ্বে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকাগুলোয় বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ফেসবুকের সঙ্গে ইন্টারনেট ডটঅর্গের ব্যানারে জোটবদ্ধ হয়েছে স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, নোকিয়া, অপেরা এবং কোয়ালকম। সম্প্রতি জাম্বিয়ায় ইন্টারনেট ডটঅর্গের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং যোগাযোগের জন্য স্থানীয়রা ফ্রি ইন্টারনেট সেবা পাচ্ছেন। একই উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে বিশ্বের আরও অনেক দেশে।
ভার্চুয়াল রিয়ালিটি : চলতি বছরের শুরুতে বহুল আলোচিত ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নির্মাতা অকুলাস কিনে নিয়েছে ফেসবুক। আগামী এক দশকে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিও ফেসবুকের কাছে আলাদা গুরুত্ব পাবে। কম্পিউটার প্রযুক্তির ইতিহাসে ভার্চুয়াল রিয়ালিটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করেন জুকারবার্গ। তার মতে, প্রতি ১০ থেকে ১৫ বছরের মধ্যে নতুন কম্পিউটিং প্লাটফর্মের আবির্ভাব হয়। ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি হবে ভবিষ্যৎ প্লাটফর্মে একটি গুরুত্বপূর্ণ অংশ।