রবিবার ● ১৬ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » দুর্ঘটনায় সহায়তা দিতে ক্রিটিক লিঙ্কের অ্যাপ
দুর্ঘটনায় সহায়তা দিতে ক্রিটিক লিঙ্কের অ্যাপ
সড়ক দুর্ঘটনায় আহত হলে সহায়ক হবে স্মার্টফোন। বিশেষ একটি অ্যাপের মাধ্যমে কলসেন্টারে ফোন করা যাবে। এতে সঙ্গে সঙ্গে নিকটস্থ স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসবেন আহতের সহায়তায়- ঢাকার এমনই এক স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিটিক লিঙ্ক তৈরি করেছে এ ধরনের একটি অ্যাপ। এটি তৈরিতে সহায়তা করেছে বাংলাট্র্যাক মিয়াকিভাস। দুর্ঘটনাকবলিতদের সেবা দিতে এরই মধ্যে ক্রিটিক লিঙ্ক অফিসে একটি কলসেন্টার স্থাপন করা হয়েছে। উত্তরা, গুলশান, মিরপুরসহ পুরো ঢাকাকে এজন্য ৭টি অঞ্চলে ভাগ করা হয়েছে। কলসেন্টারে ফোন করার পর দুর্ঘটনাস্থলের সবচেয়ে কাছের স্বেচ্ছাসেবী দল সেখানে পৌঁছে যাবেন। তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নেবেন। সংগঠনটির চেয়্যারম্যান জেনিফার ফেরেল জানান, শুরু থেকে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করছেন। অ্যাপটি এরই অংশ। কয়েক বছর ধরে দেশে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে জড়িত এ প্রতিষ্ঠানটি