রবিবার ● ১৫ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » নতুন পণ্য » ওরাকলের নতুন নেট্রা স্পার্ক টি-সিরিজ সার্ভার
ওরাকলের নতুন নেট্রা স্পার্ক টি-সিরিজ সার্ভার
নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানোর মাধ্যমে গ্রাহকদের নিত্য নতুন সেবা ও সর্বোচ্চ সুবিধা প্রদানের ক্ষেত্রে যোগাযোগ কোম্পানীগুলোর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন “নেট্রা স্পার্ক টি-সিরিজ সার্ভার ” বাজারে এনেছে ওরাকল ।
বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য সাধারণ সার্ভার অপেক্ষা ৫ গুন বেশী কর্মক্ষম নতুন এ সার্ভারটির তৈরি করা হয়েছে স্পার্ক টি-৪ প্রসেসরে। এটি ফোর-জি অবকাঠামো সুবিধাসহ নতুন প্রজন্মের টেলিযোগাযোগ কাঠামোর প্রায় সকল চাহিদা পূরণ করতে পারবে।
এটি ওরাকলের পুর্ববর্তী সার্ভার অপেক্ষা দ্বিগুন এবং এইচপি সার্ভারের ইনটেল ইটানিয়াম ১.৭ গিগা হার্জ প্রসেসর অপেক্ষা সাত গুন বেশী কার্যক্ষম।
ওরাকলের নেট্রা সিস্টেম ও নেটওয়ার্কের ভিপি রাজু পেনুম্যাছা এ সার্ভার সম্পর্কে বলেন, “দ্রূত সময়ে গ্রাহকদের নিত্য নতুন সেবা প্রদান করার ক্ষেত্রে এটি কোম্পানীগুলোর সহায়ক হবে আর গ্রাহকরা এর মাধ্যমে পাবে দীর্ঘস্থায়ী সেবা। “