মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » চলতি বাজার » নতুন মূল্যে ফুজিৎসু এলএইচ৫৩১
নতুন মূল্যে ফুজিৎসু এলএইচ৫৩১
ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোর আইথ্রি ও ডুয়ালকোর প্রসেসর সমৃদ্ধ জাপানি অরিজিন ফুজিৎসু এলএইচ৫৩১ মডেলের নতুন মূল্য ঘোষণা করেছে কম্পিউটার সোর্স। আইথ্রি ২৩৩০গ মডেলের ২.২ গিগাহার্জ প্রসেসর সমৃদ্ধ লাইফবুকের দাম ৪৭ হাজার ৯০০ এবং ডুয়াল কোর ই৯৫০ মডেলের ২.১ গিগাহার্জ গতির লাইফবুকের দাম নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ১৫০ টাকা। উভয় লাইফবুকেই রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স ৩০০০, ৫০০জিবি হার্ডডিস্ক, ২জিবি ডিডিআর থ্রি র্যাম এবং ১৪.১ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লে। লাইফবুক দুটি তুলনামূলক ভাবে ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব।
অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের লাইফবুকটিতে আরো আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লু-টুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআই, কার্ড রিডারসহ সব ধরনের মোবিলিটি সুবিধা। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে পানিরোধক কি-বোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট যার একটির মাধ্যমে বন্ধ অবস্থাতেই চার্জ দেয়া যায়।
ফুজিৎসু লাইফবুক এলএইচ৫৩১ মডেলের প্রতিটি লাইফবুকে দিচ্ছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস। যোগাযোগ - ০১৭৩০-৩৩৬৭৫১ ।
- বিজ্ঞপ্তি