শনিবার ● ১৫ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » পরিবর্তন এলো ফেসবুকের প্রাইভেসিতে
পরিবর্তন এলো ফেসবুকের প্রাইভেসিতে
ফেসবুকের প্রাইভেসি পলিসিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ফেসবুক দাবি করেছে, এর মাধ্যমে আগের থেকে আরও সহজ হয়েছে ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় এই প্রাইভেসি পলিসি। আগে এখানে শব্দ সংখ্যা ছিল ৯,০০০ যা এখন নামিয়ে আনা হয়েছে ২,৭০০ শব্দে।
একইসাথে ফেসবুক ‘প্রাইভেসি বেসিকস’ নামে আরেকটি ফিচারও চালু করেছে। মূলত একজন ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা সম্পর্কিত বিভিন্ন সেটিং এখানে অ্যানিমেশন আকারে দেখানো হবে।
ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা বিভাগের প্রধান এরিন ইগান ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ” ফেসবুকের বিভিন্ন তথ্য সবার সামনে যতটা সম্ভব সহজভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”
ফেসবুক একজন ব্যবহারকারীর কী ধরণের তথ্য সংগ্রহ করে, সে ব্যাপারে মোটামুটি স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে নতুন এই প্রাইভেসি পলিসিতে। এছাড়া ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত আরও নানা প্রশ্নের উত্তর সহজভাবে তুলে ধরা হয়েছে এখানে।