বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » মিউজিক সাবস্ক্রিপশন সার্ভিস চালু করলো ইউটিউব
মিউজিক সাবস্ক্রিপশন সার্ভিস চালু করলো ইউটিউব
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে মিউজিক সাবস্ক্রিপশন সার্ভিস চালু করলো ইউটিউব। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ব্যবহার করা যাবে ইউটিউব মিউজিক কী নামের এই সেবাটি।
এই সেবাটি ব্যবহার করার জন্য একজন ব্যবহারকারীকে প্রতি মাসে সর্বনিম্ন ৭.৯৯ ডলার পরিশোধ করতে হবে। এর মাধ্যমে অফলাইনে ইউটিউব ভিডিও দেখার পাশাপাশি শোনা যাবে গানও।
প্রথমদিকে এই সেবাটি কেবলমাত্র আমন্ত্রিতরাই ব্যবহার করতে পারবেন। ইউটিউব জানিয়েছে, যাদের কাছে আমন্ত্রন পাঠানো হবে, তাঁরা এই সেবাটির বেটা ভার্সন ৬ মাস বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।