বুধবার ● ১২ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিআইপিসির সম্মেলন ১৪ নভেম্বর
বিআইপিসির সম্মেলন ১৪ নভেম্বর
সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনালস কমিউনিটি (বিআইপিসি) দেশে প্রথমবারের মতো তরুণ অনলাইন পেশাজীবিদের নিয়ে একটি সম্মেলন করতে যাচ্ছে। আগামী ১৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান পার্কের মহানগর নাট্য মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এ সম্মেলনে অনলাইন পেশাজীবিদের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বেসিস, ইল্যান্স-ওডেস্ক এর উচ্চপদস্থ কর্মকর্তারাসহ তথ্যপ্রযুক্তি খাতের সফল ব্যক্তিত্বরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
দেশে অনলাইনে কর্মরত প্রায় এক হাজার তরুণ পেশাজীবি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এতে নেটওয়ার্কিং, লার্নিং, ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এক্সপেরিয়েন্স শেয়ারিং, র্যাফেল ড্র এবং গিফট, লেট ওইমেন ইনস্পায়ারের মতো নানা আয়োজন থাকছে।
এদিন সকাল সাড়ে ৯টায় সম্মেলণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, বেসিস সভাপতি জনাব শামীম আহসান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বিসিএস সভাপতি মাহফুজুল আরিফ প্রমুখ।