সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকার রাস্তায় চালু হচ্ছে গুগল বাস
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকার রাস্তায় চালু হচ্ছে গুগল বাস
৬০৬ বার পঠিত
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার রাস্তায় চালু হচ্ছে গুগল বাস

google-bus.jpg

প্রতিবেশী দেশ ভারতে ২০০৯ সালের নভেম্বরে গুগল বাসের কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ ঠিক পাঁচ বছর পর এ সুযোগ পাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল বুধবার ঢাকার রাস্তায় চালু হচ্ছে গুগল বাস। তবে এই বাস কোনো যাত্রী পরিবহন করবে না। এখান থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এ কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে গুগলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

বাংলাদেশে এ সেবা চালুর আগে গত মাসের ২১ তারিখে গুগলের বিভিন্ন প্রযুক্তির ওপর ছয় দিনব্যাপী গুগল বাস নামক প্রশিক্ষণ কর্মশালা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) বারিধারার মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ইউআইটিএসের সব বিভাগের ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত এ কর্মশালায় স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে গুগল প্লাস, গুগল ড্রাইভ, গুগল কমিউনিটিস এবং গুগল হ্যাংআউট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া আজ উদ্বোধনের আগেই তেজগাঁও কলেজ, বাংলা কলেজ, ইউআইটিএসসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন আঙ্গিকে গুগল বাসের কার্যক্রম নিয়ে সচেতনতা অনুষ্ঠান পরিচালিত হয়েছে।

বাংলাদেশে গুগল বাস কার্যক্রমের কমিউনিটি এনগেজমেন্ট কর্মকর্তা আরিফ নেজামী এ ব্যাপারে জানান, উদ্বোধনের দিন আরও বেশ কিছু চমক থাকছে। এটি অনেক গুগল বাসের বিস্তৃত একটি কার্যক্রম। বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় নেয়া এক বছর মেয়াদী একটি প্রকল্পের অধীনে গুগল ঢাকার ৪০০টি কলেজ বিশ্ববিদ্যালয়ে গুগল বাস নিয়ে যাবে। এই বাস থেকে শিক্ষার্থীদের গুগল টুলস ও ইন্টারনেট বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে। এক বছরের এই প্রশিক্ষণ কার্যক্রমে ৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট টুলসের উপর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে বলেও তিনি জানান।

এদিকে গুগল বাংলাদেশের কান্ট্রি ম্যানাজার থেকে সদ্য বিদায় নেওয়া কাজী মনিরুল কবির সম্প্রতি এই প্রতিবেদকের কাছে সাক্ষাৎকারে কানাডা থেকে জানিয়েছিলেন, গুগল বাংলাদেশ পুরোদমে এগিয়ে চলছে। বিগত ২ বছরে গুগল বাংলাদেশে কাজের এবং ব্যবসার অভাবনীয় প্রসার ঘটেছে। বাংলাদেশ সরকারের সাথে যৌথ উদ্যোগে ইন্টারনেট প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। স্ট্রিট ভিউ প্রজেক্ট ঢাকার বাইরে সকল বিভাগীয় শহর এবং ১০০ টির মত ঐতিহাসিক এবং পর্যটন এলাকায় সম্প্রসারণ করা হয়েছে। গুগল আউটরীচ প্রোগ্রাম ঢাকা এবং ঢাকার বাইরে সব শহরে উদ্যোগতা এবং ডেভেলপার পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের সাথে যৌথ উদ্যোগে খুব শিগগিরই রাস্তায় নামছে গুগল বাস। যা বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির ৫ লক্ষাধিক ছাত্র ছাত্রীদের গুগল অ্যাপসের উপর প্রশিক্ষণ দেবে।

উল্লেখ্য, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে ২০০৯ সাল চালু হয় ‘ইন্টারনেট বাস’ প্রকল্প। ভারতের ১১টি রাজ্য ঘুরে ২০১১ সালের ২ ডিসেম্বর থেকে এই বাস কলকাতার আশপাশের স্থানগুলোতে প্রদর্শনী করে। সে সময় ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, এ বাসগুলোর ভেতর রয়েছে ইন্টারনেট যুক্ত কম্পিউটার এবং মোবাইল টার্মিনাল। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে এ বাসের ভেতর দেয়া হচ্ছে ইন্টারনেট সুবিধা। তবে এ বাসগুলো বেশি কভার করছে স্কুলগুলোকে। যেসব এলাকায় সাধারণত কেউ কোনো সেবা নিয়ে যায় না, সেসব এলাকার মানুষকে বর্তমান পৃথিবীর প্রযুক্তি সম্পর্কে কিছুটা ধারণা দেয়ার চেষ্টা করছে এ বাস প্রকল্প।

প্রসঙ্গত, গুগল বাংলাদেশে কাজী মনিরুল কবিরের হাত ধরে তাদের সম্প্রসারণ শুরু করেছিল ২০১২ সালের ৫ নভেম্বর। গত দুই বছর গুগলের নানান অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন তিনি। তবে অনেকটা নীরবে গত ১ সেপ্টেম্বর গুগল ছেড়ে কানাডার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন কাজী মনিরুল কবির। বাংলাদেশে ইতোমধ্যে গুগলের বেশ কয়েকটি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকায় আনুষ্ঠানিকভাবে গুগল স্ট্রিট ভিউ এর কার্যক্রম শুরু হয় এবং আগামীকাল চালু হচ্ছে গুগল বাস।



আইসিটি সংবাদ এর আরও খবর

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি ২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’ নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০ টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড় ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ