সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৪, ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হল ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হল ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪
৬৫৫ বার পঠিত
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হল ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪

parade_sh_joy1.jpg

দেশের ১১ হাজার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন ২০১৪’। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) পুরো আয়োজনের আয়োজক হিসেবে কাজ করেছে।

উদ্যোক্তাদের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দেশের ১৬ কোটি মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় আনা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অঙ্গীকার ছিল মানুষের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছি।’
তিনি জানান, দেশের ৪ হাজার ৫৪৫টি ইউনিয়ন তথ্যকেন্দ্র (ইউআইসি), ৩২১টি পৌরসভা তথ্যকেন্দ্র এবং ১১টি সিটি করপোরেশনের ৪০৭টিসহ মোট তথ্যকেন্দ্রের সংখ্যা বর্তমানে ৫ হাজার ২৭৩টি। এছাড়া দেশের আট হাজার ডাকঘরকে আধুনিক করে তথ্যকেন্দ্রে রূপ দেয়ার চেষ্টা চলছে। ব্যক্তিগত উদ্যোগেও দেশে ডিজিটাল সেন্টার গড়ে তোলা হচ্ছে। এছাড়া দেশের ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকে তথ্যপ্রযুক্তি সেবা দেওয়া হচ্ছে এবং ২৩ হাজার স্কুলে মালিটমিডিয়ায় ক্লাসরুম তৈরি করা হচ্ছে। ডিজিটাল কনটেন্ট তৈরির জন্য এরই মধ্যে ২৯ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এর আগে সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘ডিজিটাল সেন্টার দেশের প্রত্যন্ত অঞ্চলের অর্থনীতি এবং জীবনযাত্রা বদলে দিয়েছে। তিনি এসময় সম্মেলনে আগত ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দেশের ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের ‘উদ্যোক্তা’ হয়ে ওঠার গল্প শোনান এবং তার অভিজ্ঞতা বর্ণনা করেন।

এছাড়া সম্মেলনে ‌আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এটুআইয়ের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ারসহ আরও অনেকে।

উল্লেখ্য, ডিজিটাল সেন্টার বা তথ্যকেন্দ্রের ৪ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দেশের ৫ হাজার ২৭৩টি ডিজিটাল সেন্টারে কর্মরত ১১ হাজার ডিজিটাল সেন্টার উদ্যোক্তা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি ২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’ নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০ টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড় ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ