সোমবার ● ১০ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ থেকে টেলিটকের বিনামূল্যে “আগামী” সিম প্রদান শুরু
আজ থেকে টেলিটকের বিনামূল্যে “আগামী” সিম প্রদান শুরু
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড আজ সোমবার থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে “আগামী” সিম প্রদান শুরু করেছে। এ ব্যাপারে তাদের ফেসবুক পেজে একটি ঘোষণা দেওয়া হয়েছে।
ফেসবুক পেজে টেলিটক লিখেছে, “আজ থেকে সারা দেশের টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে টেলিটকের বিশেষ উপহার “আগামী” সিম প্রদান শুরু হয়েছে। আগত ছাত্র-ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে সিম গ্রহণ ও আমাদেরকে সাহায্যের জন্য। টেলিটক পরিবারে আপনাদের স্বাগতম। আপনারাই আগামীর, আর তরুণ, মেধাবীরাই গড়বে আধূনিক বাংলাদেশ। আসুন সবাই মিলে একমাত্র দেশীয় ফোন টেলিটক ব্যবহার করি, আর দেশের টাকা দেশে রেখে আমাদের দেশটাকে আগামী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।”