রবিবার ● ৯ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » অ্যাপস কর্নার » মোবাইল অ্যাপস নিয়ে সেমিনার
মোবাইল অ্যাপস নিয়ে সেমিনার
গতকাল ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট), এ্যাথিক্স অ্যাডভান্স টেকনোলজি লি: (ইএটিএল), প্রথম আলো ও গ্রামীণফোন আয়োজন করে মোবাইল অ্যাপস নিয়ে সেমিনার। ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর আইডিয়া জেনারেশন পর্বের বিভিন্ন দিক তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয়।
মোবাইল কানেকশন সৃষ্টি করছে কমিউনিকেশন ও রিলেশন। এ মোবাইল আমাদের প্রাত্যহিক জীবনাযাপনকে আমূল বদলে দিয়েছে। পৃথিবীকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। এখন দূরত্ব যতই হোক, মনে হয়, এইতো পাশে! এই মোবাইলকে এখন মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে কাজে লাগাতে হবে। সহজে সুলভে দৈনন্দিন সেবাসমূহ মোবাইলের মাধ্যমে নিয়ে আসতে হবে। সহজে ও সুলভে তথ্যপ্রযুক্তির সেবা প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌঁছানো সম্ভব হলে সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়িত হবে। আর এ জন্য প্রয়োজন মোবাইল অ্যাপ্লিকেশন। সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বুয়েটের উপাচার্য খালেদা ইকরামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্ততা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, রূপালী ব্যাংক লি:-এর চেয়ারম্যান আহমেদ আল কবীর, গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মাহমুদ হাসান, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান মাহফুজুল ইসলাম এবং প্রথম আলোর মুনির হাসান প্রমুখ।
এ নিয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আইডিয়া পত্র জমা দেয়া যাবে। প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী দল পাবে ১০ লাখ টাকা, ২য় দল পাবে ৫ লাখ টাকা এবং তৃতীয় দল পাবে ২ লাখ টাকা। ৪র্থ থেকে ১০ম বিজয়ী দলগুলোর প্রত্যেক সদস্য পাবে ১টি করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং বিজয়ী ১০টি দল পাবে ইএটিএল-এ চাকুরীর সুযোগ।
উল্লেখ্য, প্রতিযোগিতার স্ট্র্যাটেজিক পার্টনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।