রবিবার ● ৯ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » ডায়েট কন্ট্রোল করবে ডায়েট ট্র্যাকিং ডিভাইস
ডায়েট কন্ট্রোল করবে ডায়েট ট্র্যাকিং ডিভাইস
প্রতিবারই নতুন বছরের শুরুতে আমরা অনেকেই সিদ্ধান্ত থাকে নিই বাড়তি ওজন কমিয়ে একেবারে স্লিম হওয়ার। কিন্তু বছর শেষে দেখা যায় এদের মাত্র ২০ শতাংশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।
এ সমস্যা থেকে পরিত্রান পেতে যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা ইউনিভার্সিটির গবেষকেরা এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যা কিনা মানুষের ডায়েটের হিসেব রাখবে। সেন্সরযুক্ত এ ডিভাইসটির নাম অটোমেটিক ইনজেসশন মনিটর (এআইএম)।
ডায়েট কন্ট্রোল করার চেষ্টা ব্যর্থ হওয়ার পেছনে অনেক কারণ থাকে। এর মধ্যে একটি হলো আমরা দিনে কি পরিমান ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছি তার হিসেব রাখতে না পারা।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, আমরা কি পরিমাণ ক্যালোরি গ্রহণ করি বা কি পরিমাণ ক্যালোরি হ্রাস করলাম তার হিসেব রাখতে পারিনা বা সম্ভব হয়ে ওঠেনা। অনেকে আবার হিসেব রাখতে হেলথ ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করেন।
জিহ্বা নাড়ানোর তালে তালে এআইএম সক্রিয় হয়ে উঠে। এছাড়া এর মধ্যে একটি ছোট ক্যামেরা রয়েছে যা আমাদের মুখে খাবার নেয়ার সময় ছবি তুলতে পারে। এই ছবিগুলো অনলাইনের মাধ্যমে চিহ্নিত করে নির্দিষ্ট ঐ খাদ্যে কি পরিমাণ ক্যালোরি ব্যবহারকারী গ্রহণ করলো তা বের করে ফেলে। সেন্সরটির মাধ্যমে সারাদিনের গ্রহণ করা খাদ্যের পরিমাণ নিয়ে একটি রিপোর্টও দিবে।
গবেষণার কাজের জন্য ইতোমধ্যেই গবেষক দলটিকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা ১৮ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে। আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই যন্ত্রটি বাজারে ছাড়া হবে।