সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৮, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ৭ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ সিটিও সামিট ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ সিটিও সামিট ২০১৪
৫৬৪ বার পঠিত
শুক্রবার ● ৭ নভেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ সিটিও সামিট ২০১৪

photographs.jpg
সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইউবিএম ইন্ডিয়ার যৌথ আয়োজনে গত ৬ই নভেম্বর ওয়েস্টিন হোটেল, ঢাকায় অনুষ্ঠিত হলো “৫ম সিটিও সামিট বাংলােেশ”। এইবারের সম্মেলনের থিম ছিল “নেক্সট জেনারেশন আইটি ইনফাসট্রাকচার সামিট”। সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব তপন কান্তি সরকারের সভাপত্বিতে অনুষ্ঠিত সামিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শ্যাম সুন্দর সিকদার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব এস এম আশরাফুল ইসলাম।
সম্মলেনটতিে বাংলাদশেরে তথ্য প্রযুক্তি ব্যবহারকারী সরকারী, বসেরকারী, র্আথকি সবো প্রদানকারী প্রতষ্ঠিান সহ বভিন্নি প্রতষ্ঠিানরে র্বতমান  সি.টি.ও/সি.আই.ও/হেড অফ আই.টি/আই.টি  ম্যানজোর ও অন্যান্য তথ্যপ্রযুক্তিবিদরা তাদরে মধ্যে আন্ত:সর্ম্পক উন্নয়ন এবং আর্ন্তজাতকিভাবে স্বীকৃত প্রযুক্তবিদিদরে সাথে তাদরে অভজ্ঞিতা ও জ্ঞানরে বনিমিয়রে মাধ্যমে কিভাবে নজি নজি প্রতষ্ঠিানরে তথ্যপ্রযুক্তরি অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে পারনে তা আলোচনা করনে ।
সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, জন্মলগ্ন থেকে সিটিও ফোরাম দেশী ও আন্তর্জাতিক আইটি ব্যক্তিত্বদের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের জন্য বিভিন্ন টেকনিক্যাল আলোচনার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায়, চার বার সফল আয়োজনের পর আমরা ৫ম বারের মত এই সামিটের আয়োজন করেছি। এ সামিটের মাধ্যমে বাংলাদেশের টপ লেভেল আইটি ব্যবহারকারীরা, গ্লোবাল সলিউশন প্রোভাইডারদের সাথে মতবিনিময় করার সুযোগ পাচ্ছে। তিনি সকল আমন্ত্রিত অতিথিদের এই আয়োজন সফল করার জন্য ধন্যবাদ জানান।
তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব জনাব শ্যাম সুন্দর সিকদার তার বক্তব্যে সিটিও ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন এই ধরনের আয়োজনের ফলে আইটিতে কর্মরত সকলে উপকৃত হবে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন আইটি প্রজেক্টের কথা উল্লেখ করে বলেন বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়নে আইটির অনেক প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং তা অব্যাহত আছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব এস এম আশরাফুল ইসলাম এই ধরনের একটি আয়োজনে আমন্ত্রণ জানানোয় সিটিও ফোরামকে ধন্যবাদ জানান এবং তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিভিন্ন কার্যক্রম ও নতুন জাতীয় ডাটা সেন্টারের বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রধান আইটি কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের সেরা মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’