শুক্রবার ● ৭ নভেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফোন চার্জ হবে মানিব্যাগ দিয়ে !!
ফোন চার্জ হবে মানিব্যাগ দিয়ে !!
ফোনের চার্জ ফুরিয়ে গেলে এবার চার্জ দিতে পারবেন আপনার মানিব্যাগ থেকে। এরকমই একটা মানিব্যাগ এল বাজারে। সুতরাং চার্জার না নিয়েই এবার নিশ্চিন্তে বেরিয়ে পড়তে পারেন রাস্তায়।
লেদারের তৈরি এই মানিব্যাগের দাম ভারতীয় মুদ্রায় পাঁচ হাজার ৭০০ রুপি। এই মানিব্যাগ নিয়ে রীতিমতো উন্মাদনা ছড়িয়েছে। কারণ কেউই মানিব্যাগ বাড়িতে রেখে রাস্তায় বেরোয় না। তাই ফোন নিয়েও আর কোনো মাথাব্যাথা নেই। আপাতত শুধু ছেলেদের জন্যই পাওয়া যাচ্ছে এই ওয়ালেট। শিগগিরই মেয়েদের জন্যও এই ওয়ালেট বাজারে আসবে বলে জানা গেছে। জানা গেছে এই ওয়ালেটের মধ্যেই লুকিয়ে থাকবে ব্যাটারি ও ফোন চার্জার।